দেশজুড়ে

উজিরপুরে দূর্নীতির বিরুদ্ধে ফের বিক্ষোভ

  প্রতিনিধি ২০ সেপ্টেম্বর ২০২০ , ৭:৩৭:৩৮ প্রিন্ট সংস্করণ

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি : বরিশাল জেলার উজিরপুর উপজেলার শোরক ইউনিয়ন পরিষদের ৭,৮,৯ নং ওয়ার্ডের মহিলা ইউপি সদস্য পার্বতী রানীর দূর্নীতি বিরুদ্ধে ও হামলার ঘটনায় বিচারের দাবীতে শনিবার বিকেল ৫টায় শোলক গ্রামের তেতুলতলা নামক স্থানে বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। এ সময় মিছিল শেষে জাকির সরদার, আল আমিন বালী, রুবেল সিকদার, শাহ আলম সরদার, নুরুল ইসলাম হাওলাদার, কামাল হোসেন হাওলাদার, মনির হোসেন, সেলিম সিকদার, লিটন সরদার তাদের বক্তব্যে বরেল, উজিরপুর উপজেলার শোরক ইউনিয়ন পরিষদের ৭,৮,৯ নং ওয়ার্ডের মহিলা ইউপি সদস্য পার্বতী রানীর বয়স্কভাতা, বিধবাভাতা ও প্রতিবন্ধী ভাতার নামে জনগণের কাছথেকে দুই হাজার তিন হাজার টাকা করে নিয়েছে। এর প্রতিবাদ করায় ইউপি সদস্য পার্বতী রানীর স্বামী দিলীপ দাসও তার লোকজন নিয়ে প্রতিবাদ কারিদের উপরে গত বৃহস্পতিবার দুপুরে হামলা চালিয়ে আহত করে। আহতরা হলেন, যুগিহাটী গ্রামের কামাল হোসেন হাওলাদার(৪৫) ও লিটন সরদার(৩৬)। এ ঘটনায় আহত কামাল হোসেন হাওলাদার উজিরপুর মডেল থানায় ১৮ সেপ্টেম্বর ইউপি সদস্য পার্বতী রানীর স্বামী দিলীপ দাস সহ হামলা কারিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
এব্যপারে উজিরপুর মডেল থানা অফিসার ইনচার্জ(ওসি) জিয়াইল হক জানানয়, মামলা হয়েছে, আসামীদের গ্রেফতারে অভিজান চলছে। এলাকাবাসীর বিক্ষোভ মছিলের কথা শুনেছি।

আরও খবর

Sponsered content

Powered by