দেশজুড়ে

নির্বাচনী প্রচারণায় গিয়ে গরমে আ.লীগ নেতার মৃত্যু

  প্রতিনিধি ২৮ এপ্রিল ২০২৪ , ৩:১৯:২৮ প্রিন্ট সংস্করণ

নির্বাচনী প্রচারণায় গিয়ে গরমে আ. লীগ নেতার মৃত্যু

বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় নির্বাচনী প্রচারণায় গিয়ে তীব্র গরমের কারণে অসুস্থ হয়ে রিয়াজুল ইসলাম (৪২) নামে এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে।

শনিবার (২৭ এপ্রিল) দুপুরে তার মৃত্যু হয় বলে বাকেরগঞ্জ উপজেলার চেয়ারম্যান প্রার্থী রাজিব আহমেদ তালুকদার জানিয়েছেন।

মৃত রিয়াজুল ইসলাম (৪২) উপজেলার কলসকাঠী গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে। তিনি উপজেলার কলসকাঠি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।

কলসকাঠি ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি বশির আহমেদ জানান, বাকেরগঞ্জ উপজেলা নির্বাচনে কাপ পিরিচ প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী রাজিব আহমেদ তালুকদারের সঙ্গে কলসকাঠীতে গণ সংযোগে উপস্থিত ছিলেন রিয়াজুল ইসলাম। প্রখর রৌদ্রের মধ্যে গরমে অসুস্থ হয়ে পড়েন তিনি। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

চেয়ারম্যান প্রার্থী রাজিব আহমেদ তালুকদার বলেন, সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য পারভীন তালুকদার দুপুরে কলসকাঠি বাজারে আসেন। এ সময় রিয়াজুল ইসলামসহ নেতাকর্মীরা তার সঙ্গে দেখা করেন। পরে বাসায় ফিরে গিয়ে অসুস্থ হয়ে পড়েন রিয়াজুল ইসলাম। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সেহতাব আহসান বলেন, রোগীকে হাসপাতালে নিয়ে আসার আগেই মারা গেছেন। রোগীর হিস্ট্রি শুনে প্রাথমিকভাবে ধারণা করছি তিনি হিট স্ট্রোকে মারা গেছেন। এছাড়া অন্য কোনো ক্লু পাইনি।

আরও খবর

Sponsered content

Powered by