দেশজুড়ে

লালমোহনে রহমতের বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায়

  প্রতিনিধি ২৭ এপ্রিল ২০২৪ , ৪:৪৯:০৮ প্রিন্ট সংস্করণ

লালমোহনে রহমতের বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায়

ভোলার লালমোহনে প্রচণ্ড দাবদাহ থেকে রক্ষা পেতে এবং বৃষ্টির প্রত্যাশায় সালাতুল ইসতিসকার নামাজ আদায় করা হয়েছে। শনিবার (২৭ এপ্রিল) সকাল ৭ টার দিকে উপজেলার বদরপুর ইউনিয়নের নাজিরপুর দারুল আউলিয়া হোসাইনিয়া ফাজিল মাদ্রাসার মাঠে ইসতিসকার নামাজ আদায় করা হয়।

নামাজে বিভিন্ন পেশার মানুষ অংশ গ্রহণ করেছেন। নামাজ শেষে বিশেষ মোনাজাত করা হয়। এসময় সৃষ্টিকর্তার কাছে নিজেদের পাপের জন্য অনুতপ্ত ও ক্ষমা চেয়ে অঝোরে কেঁদেছেন ইমাম ও মুসল্লিরা। নামাজে ইমামতি ও মুনাজাত পরিচালনা করেন নাজিরপুর লতিফিয়া দরবার শরিফের পরিচালক মাওলানা ফজলুল কবির আল আজাদ শাহিন।

তিনি জানান, মানবজাতি যখন সীমাহীনভাবে স্বেচ্ছাচারিতা করেন, তখন আল্লাহ মানুষকে সঠিক পথে আনার জন্য এই প্রাকৃতিক দুর্যোগ দিয়ে থাকেন। মহানবী হজরত মুহাম্মদ (সা.) তার সময় থেকেই সাহাবীদের নিয়ে এই নামাজ আদায় করতেন।

আমরা আজ মোনাজাতের মাধ্যমে আল্লাহর দরবারে গুনা মাফ চেয়েছি। আল্লাহ আমাদের সকলের গুনাহ মাফ করে এই তাবদাহ নামের প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করবেন।

আরও খবর

Sponsered content

Powered by