রাজশাহী

উল্লাপাড়ায় ঈদ উপহার সামগ্রী বিতরণ

  প্রতিনিধি ১০ মে ২০২১ , ৬:২৬:০৩ প্রিন্ট সংস্করণ

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি :

সিরাজগঞ্জের উল্লাপাড়ার কয়ড়া ইউনিয়নে হৃদয়ে কয়ড়া সংগঠনের উদ্যোগে ১০৫০ জন অসহায় দুস্থের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার সকালে কয়ড়া উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে ইউনিয়নের বিভিন্ন গ্রামের অসহায় দুস্থ মানুষেরর হাতে এসব সামগ্রী তুলে দেয়া হয়।

বিতরণ করা ঈদ উপহার সামগ্রীর মধ্যে ছিল চিনি, গুড়ো দুধ, লাচ্ছা সেমাই, চিকন সেমাই, সুজি ও সাবান। উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সলপ ইউনিয়ন আ.লীগের সভাপতি কাজী এসহানুল হাসান সন্টু, হৃদয়ে কয়ড়া প্রতিষ্ঠাতা আহবায়ক কয়ড়া ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক ওমর ফারুক, হৃদয়ে কয়ড়ার যুগ্ম আহবায়ক ইউসুফ আলী, ক্যাশিয়ার ছরোয়ার হোসেন সদস্য ফিরোজ হোসেন, রাসেল, রওশন, আফজাল, মান্নান, সাঈদ, বুলবুল, আক্তার, শহিদুল প্রমুখ।