দেশজুড়ে

পাইকগাছা পৌরসভার সকল সরকারি খাল অবমুক্ত করার দাবী

  প্রতিনিধি ২৮ এপ্রিল ২০২১ , ৯:২৯:১২ প্রিন্ট সংস্করণ

পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ

পাইকগাছা পৌরসভার সকল সরকারি খাল অবমুক্তকরণ, সুপেয় পানির সুব্যবস্থা ও নদী খনন সহ নানা বিষয় নিয়ে উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর সাথে মতবিনিময় করেছেন উপজেলা পানি কমিটির নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ বুধবার সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ মতবিনিময় করেন।

এ সময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ শাহরিয়ার হক, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস, ইউপি চেয়ারম্যান কওছার আলী জোয়াদ্দার, পানি কমিটির সহ-সভাপতি শেখ আব্দুল হান্নান, সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা কাজী তোকারেম হোসেন টুকু, প্রচার সম্পাদক সাংবাদিক মোঃ আব্দুল আজিজ, সাংবাদিক তৃপ্তি রঞ্জন সেন, প্রভাষক রেজাউল করিম, বেসরকারি উন্নয়ন সংস্থা উত্তরণের কর্মকর্তা দীলিপ কুমার, মাহফুজা খাতুন ও নাজমুল বাশার। সভায় পানি কমিটির নেতৃবৃন্দের দাবীর প্রেক্ষিতে খুব দ্রুত সময়ের মধ্যে পৌর এলাকার সকল সরকারি খাল উদ্ধার পূর্বক অবমুক্ত করা হবে বলে আশ্বাস দেন ইউএনও খালিদ হোসেন।

আরও খবর

Sponsered content

Powered by