আন্তর্জাতিক

উ.কোরিয়া-রাশিয়ার অস্ত্র ব্যবসা বিশ্বের জন্য হুমকি: দ.কোরিয়া

  প্রতিনিধি ১০ জুলাই ২০২৪ , ৩:২৩:২২ প্রিন্ট সংস্করণ

উ.কোরিয়া-রাশিয়ার অস্ত্র ব্যবসা বিশ্বের জন্য হুমকি: দ.কোরিয়া
ছবি: সংগৃহীত

রাশিয়ার সঙ্গে উত্তর কোরিয়ার অস্ত্র ব্যবসা বিশ্ব শান্তির জন্য হুমকি বলে মন্তব্য করেছে দক্ষিণ কোরিয়া। মঙ্গলবার (৯ জুলাই) হাওয়াইতে মার্কিন ও দক্ষিণ কোরিয়ার বাহিনীর সম্মিলিত প্রতিরক্ষা অবস্থানের গুরুত্ব নিয়ে আলোচনার সময় এ কথা বলেন প্রেসিডেন্ট ইউন সুক ইওল। এক বিবৃতিতে প্রেসিডেন্টের কার্যালয় এই তথ্য জানিয়েছে।

একটি ন্যাটো শীর্ষ সম্মেলনে যোগ দিতে ওয়াশিংটন যাওয়ার পথে হাওয়াইয়ে থামেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ন্যাটোর চারটি এশিয়া-প্যাসিফিক অংশীদারদের একটির প্রতিনিধিত্ব করছেন তিনি।

মার্কিন ইন্দো-প্যাসিফিক কমান্ডের কমান্ডার অ্যাডমিরাল স্যামুয়েল পাপারোর সঙ্গে আলোচনা করেন ইউন। এ সময় মার্কিন সামরিক নেতা ও সেনাদের উদ্দেশ্যে তিনি বলেছিলেন, ‘শুধু কোরীয় উপদ্বীপেই নয়, রাশিয়ার সঙ্গে অবৈধ অস্ত্র-বাণিজ্যে জড়িত হয়ে বিশ্বব্যাপী শান্তিকে হুমকির মুখে ফেলেছে উত্তর কোরিয়া।’

ইউন বলেছেন, গত মাসে রাশিয়ার সঙ্গে একটি পারস্পরিক প্রতিরক্ষা চুক্তিতে উত্তর কোরিয়া অন্তর্ভূক্ত হওয়ায় দেশটির সামরিক সক্ষমতা নিয়ে উদ্বেগ আরও গভীর হচ্ছে।

তিনি বলেন, ‘এই বেপরোয়া সিদ্ধান্তের হুমকি থেকে আমাদের স্বাধীনতা, গণতন্ত্র এবং অর্থনৈতিক সমৃদ্ধি রক্ষার জন্য একই মূল্যবোধসহ সামরিক সম্পর্ক রয়েছে এমন দেশগুলোর মধ্যে সংহতি অপরিহার্য।’

উত্তর কোরিয়ার সঙ্গে সামরিক সম্পর্ক গভীর হওয়ার বিষয়ে রাশিয়াকে সতর্ক করেছেন ইউন। সিউল ও ওয়াশিংটন অভিযোগ  করেছে, ইউক্রেনে ব্যবহারের জন্য রাশিয়াকে আর্টিলারি এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরবরাহ করছে উত্তর কোরিয়া।

তবে দেশগুলোর এমন অভিযোগ মস্কো ও পিয়ংইয়ং উভয়ই অস্বীকার করে।

সূত্র: রয়টার্স

আরও খবর

Sponsered content