খেলাধুলা

এবার প্যান্ডোরা পেপারসে শচীনের নাম

  প্রতিনিধি ৪ অক্টোবর ২০২১ , ৬:২৩:২৭ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্ক:
twitter sharing button

বিশ্বের বিভিন্ন দেশের নেতা, রাজনীতিবিদ এবং ধনকুবেরদের গোপন সম্পদ এবং লেনদেনের বিপুল পরিমাণ নথি ফাঁস হয়েছে – গণমাধ্যম যার নাম দিয়েছে ‘প্যান্ডোরা পেপারস’। এই পেপার সংক্রান্ত ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে উঠে এসেছে বর্তমান ও সাবেক নেতা, ব্যবসায়ী, রক তারকা ও বিনোদন জগতের তারকাদের নাম।

এবার সেই নামের তালিকায় উঠে এসেছে ভারতীয় ক্রিকেট কিংবদন্তি শচীন টেন্ডুলকারের নামও। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বিদেশে গোপন বিনিয়োগ ছিল শচীনের।

এদিকে, সর্বকালের অন্যতম সেরা এই ব্যাটসম্যানের নাম প্যান্ডোরা পেপারসে থাকায় বিস্মিত শচীনের আইনজীবী। তিনি জানিয়েছেন, শচীনের সকল বিনিয়োগ বৈধ এবং এসব বিষয়ে কর কর্তৃপক্ষের কাছে সব তথ্য রয়েছে।

 

এই অনুসন্ধানে আইসিআইজে’র প্রায় সাড়ে ছয় শতাধিক সাংবাদিক অংশ নিয়েছেন। আন্তর্জাতিক কয়েকটি গণমাধ্যম প্রায় এক কোটি ২০ লাখ নথি ও ফাইলপত্র হাতে পেয়েছে। সেইসব নথিতে ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড, পানামা, বেলিজে, সাইপ্রাস, সংযুক্ত আরব আমিরাত, সিঙ্গাপুর, সুইজারল্যান্ডসহ বিভিন্ন দেশের ১৪টি আর্থিক সেবা কোম্পানির তথ্য রয়েছে।

আরও খবর

Sponsered content

Powered by