সিলেট

ধর্মপাশা উপজেলা প্রেসক্লাবে পদত্যাগপত্র গ্রহণ ও স্থায়ীভাবে বহিস্কার

  প্রতিনিধি ৫ জুলাই ২০২০ , ৮:১৯:১৬ প্রিন্ট সংস্করণ

হাওরা ল প্রতিনিধি: সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ পদ থেকে এবং প্রেস ক্লাবের সকল কার্যক্রম থেকে অব্যাহতি চেয়ে স¤প্রতি ধর্মপাশা উপজেলা প্রেসক্লাবের সভাপতি বরাবর আবেদন করেন দৈনিক সুনামগঞ্জের সময় পত্রিকার ধর্মপাশা উপজেলা প্রতিনিধি সাংবাদিক তরিকুল ইসলাম পলাশ। গত শুক্রবার সন্ধা সাড়ে সাতটার দিকে ধর্মপাশা উপজেলা প্রেসক্লাবের কার্যালয়ে অনুষ্ঠিত জরুরি সভায় এই পদত্যাগপত্রটি গ্রহণ করা হয়েছে। অপরদিকে প্রেসক্লাবের সদস্যদের সঙ্গে অশুভ আচরণ ও সংগঠন বিরোধী কাজের সঙ্গে জড়িত থাকায় ধর্মপাশা উপজেলা প্রেসক্লাবের সহ সভাপতি ও দৈনিক সুনামকন্ঠ পত্রিকার ধর্মপাশা উপজেলা প্রতিনিধি সাংবাদিক চয়ন কান্তি দাসকে স্থায়ীভাবে বহিস্কার করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সভায় উপস্থিত সদস্যদের সিদ্ধান্ত মোতাবেক এই সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্মপাশা উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক জুবায়ের পাশা হিমু। এ সময় অন্যদের মধ্যে সেখানে উপস্থিত ছিলেন ধর্মপাশা উপজেলা প্রেসক্লাবের সহ সভাপতি গিয়াস উদ্দিন রানা, সাধারণ সম্পাদক এনামুল হক এনাম, সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ, দপ্তর ও প্রচার সম্পাদক সোহান আহমেদ, সাহিত্য সংস্কৃতি বিষয়ক সম্পাদক কবি শাকিল আহমেদ মুন, প্রেসক্লাবের কার্যকরী কমিটির সম্মানিত সদস্য সিনিয়র সাংবাদিক মামুনুর রহমান পুরকায়স্থ, মোফাজ্জল হোসেন সবুজ, সালেহ আহমদ প্রমুখ।

আরও খবর

Sponsered content

Powered by