ঢাকা

করোনা প্রতিরোধে গোপালগঞ্জ জেলা প্রশাসনের মাস্ক বিতরণ

  প্রতিনিধি ১২ এপ্রিল ২০২১ , ৬:২০:১১ প্রিন্ট সংস্করণ

গোপালগঞ্জ প্রতিনিধি:

 

বিশ্বজুড়ে করোনা (কোভিড-১৯) সংক্রমণ ও মৃত্যু মাত্রাতিরিক্ত হারে বেড়েছে। বাংলাদেশেও এ হার বেড়েছে ব্যাপক হারে। কারণ হিসেবে স্বাস্থ্য বিশেষজ্ঞরা স্বাস্থ্যবিধি না মানা ও অসচেতনতাকে দায়ী করছেন। দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণে ও জনগণকে নিরাপদে রাখতে সরকার ইতোমধ্যেই একসপ্তাহের লকডাউন কার্যকর করেছেন। কিন্তু এতেও কোন ফল না হওয়ায় ২য় দফায় আগামী ১৪ এপ্রিল থেকে দেশজুড়ে আরেক সপ্তাহের কঠোর লকডাউনের ঘোষণা দিয়েছে সরকার।

এদিকে সরকার ঘোষিত লকডাউন কার্যকর করতে গোপালগঞ্জ জেলা প্রশাসন ব্যস্ত সময় পার করছেন। জেলা প্রশাসক শাহিদা সুলতানা’র দিকনির্দেশনায় জেলা তথ্য অফিস সদর উপজেলা সহ জেলার অন্যান্য উপজেলায় জনসচেতনতায় বিভিন্ন প্রচার-প্রচারণা অব্যাহত রেখেছেন।

এরই ধারাবাহিকতায় সোমবার সকাল ১০ টায় গোপালগঞ্জের ব্যস্ততম বঙ্গবন্ধু সড়কের লঞ্চঘাট এলাকায় সকল শ্রেণি-পেশার মানুষের মাঝে করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে মাস্ক বিতরণ করা হয়েছে। শুধু জেলা পর্যায়েই নয়, গোপালগঞ্জের ৫ উপজেলা, ৪ পৌরসভা সহ ৬৭টি ইউনিয়ন পরিষদের গুরুত্বপূর্ণ স্থানে একযোগে প্রায় একলক্ষ পিছ মাস্ক বিতরণ করা হয়েছে। গোপালগঞ্জ জেলা প্রশাসক শাহিদা সুলতানা গণমাধ্যমকে বলেন, করোনায় আতংক নয়, মহামারী করোনা (কোভিড-১৯) এর সংক্রমণ প্রতিরোধে মাস্ক ব্যবহার করুন, সরকারি নির্দেশনা মেনে চলুন, স্বাস্থ্য সচেতন হোন, নিরাপদে থাকুন, গোপালগঞ্জ জেলা প্রশাসন সেবক হিসেবে অতীতের ন্যায় সবসময় আপনাদের পাশে ছিলো, আছে এবং ভবিষ্যতেও থাকবে

। এ সময় গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, গোপালগঞ্জ পৌর মেয়র কাজী লিয়াকত আলী, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাসুদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ ইলিয়াছুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. উসমান গনি, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ ইকবাল হোসেন, গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাশেদুর রহমান, এনডিসি মিলন সাহা, সরকারি বঙ্গবন্ধু কলেজের সহযোগী অধ্যাপক ও জেলা রোভার স্কাউটের যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহ আলম, জেলা তথ্য কর্মকর্তা মো. মুঈনুল ইসলাম, গোপালগঞ্জ প্রেস ক্লাবের মহাসচিব সৈয়দ মিরাজুল ইসলাম, জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা সহ জেলায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মী, রেড ক্রিসেন্ট ও রোভার স্কাউটের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও খবর

Sponsered content