চট্টগ্রাম

প্রশাসনের সাথে সীতাকুণ্ডের সামাজিক সংগঠন নেতৃবৃন্দের মতবিনিময় অনুষ্ঠিত

  প্রতিনিধি ১৭ জুলাই ২০২৩ , ৭:০২:৪১ প্রিন্ট সংস্করণ

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি :

চট্টগ্রামের সীতাকুণ্ডের সামাজিক, সাংস্কৃতিক, ক্রীড়া ও মানবিক কার্যক্রমের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনার মহতী প্রচেষ্টায় উপজেলা প্রশাসনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সীতাকুণ্ড উপজেলা সমাজকল্যাণ ফেডারেশনের আয়োজনে সোমবার বিকালে উপজেলা পরিষদ সন্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের আহবায়ক লায়ন মোঃ গিয়াস উদ্দিন। সদস্য সচিব পলাশ চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহাদাত হোসেন। বিশেষ অথিতি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা লুৎফুন নেছা নাহার, উপজেলা ক্রীড়া সংস্থা সাধারণ সম্পাদক প্রদীপ ভট্টাচার্য, বক্তব্য রাখেন সীতাকুণ্ড প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লিটন কুমার চৌধুরী, সদস্য কামরুল ইসলাম দুলু, সাইফুল ইসলাম রুবেল, সঞ্জয় চৌধুরী, পৌর সদর ব্যবসায়ী দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক লায়ন মোঃ বেলাল হোসেন, উপজেলা দুর্ণীতি দমন প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক একেএম মছিউদ্দৌলা, সীতাকুণ্ড হেলথ অ্যান্ড এডুকেশন ট্রাস্টের ভাইস প্রেসিডেন্ট হাজ্বী মোঃ ইউছুফ শাহ, ট্রেজারার মোঃ খোরশেদ আলম, ইপসা পরিচালক মনজুর মোরশেদ চৌধুরী, ইপসা উপজেলা ম্যানেজার শাহ সুলতান শামীম, কামরুন নাহার নিলো, সংগঠক নুরুল আবসার,মোঃ সোহেল, মোঃ ফারুকসহ উপজেলার বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

আরও খবর

Sponsered content

Powered by