রংপুর

বিরলে মতবিনিময় সভা ও স্মারকলিপি প্রদান

  প্রতিনিধি ৯ নভেম্বর ২০২০ , ৪:১৬:০৬ প্রিন্ট সংস্করণ

বিরল (দিনাজপুর) প্রতিনিধি:

বিরলের কমিউনিটি ডেভেলপমেন্ট এসোসিয়েশন (সিডিএ) এর সহযোগিতায় এবং জনসংগঠনের উপজেলা ভূমিহীন সমন্বয় পরিষদের আয়োজনে প্রকৃত ভূমিহীনদের সরকারী নীতিমালা অনুযায়ী খাস জমি বন্টন বিষয়ে দিনাজপুরের বিরল উপজেলা প্রশাসন ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।

সোমবার সকাল সাড়ে নয়টায় বিরল প্রেসক্লাব হলরুমে অনুষ্ঠিত মতবিনিময় সভায় জনসংগঠনের উপজেলা ভূমিহীন সমন্বয় পরিষদের সভাপ্রধান বিবি হাজেরা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা জাবের মোহাম্মদ সোয়াইব এবং বিশেষ অতিথি বিরল প্রেসক্লাবের সভাপতি এম এ কুদ্দুস বক্তব্য রাখেন।

ভূমি দস্যুদের কবল থেকে খাস জমি ও জলমহাল উদ্ধার করে সরকারী নীতিমালানুযায় ভূমিহীনদের মাঝে বন্দোস্ত ও ইজারা প্রদান, কড়া সম্প্রদায় পরিবারের উপরে ভূমিগ্রাসী কর্তৃক হামলাকারীদের বিচারের আওতায় আনা, ইউনিয়ন পরিষদের মাধ্যমে প্রকৃত ভূমিহীনদের তালিকা প্রস্তুতকরন, প্রতিটি ইউনিয়ন ভূমি অফিসে খাস ও অর্পিত সম্পত্তি তালিকা প্রকাশ ইত্যাদি দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট স্মারকলীপি প্রদান করা হয়েছে।

Powered by