চট্টগ্রাম

কর্ণফুলী উপজেলা পরিষদ একাডেমিক ভবন উদ্বোধন

  প্রতিনিধি ১২ ফেব্রুয়ারি ২০২৫ , ৮:০৬:৫৪ প্রিন্ট সংস্করণ

কর্ণফুলী উপজেলা পরিষদ একাডেমিক ভবন উদ্বোধন

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলা পরিষদের নব নির্মিত একাডেমিক ভবন ও শহীদ মিনার উদ্বোধন এবং জুলাই অভ্যুথানে শহীদ পরিবারকে সম্মাননা প্রদান করেছেন চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানম। বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকালে উপজেলা শিকলবাহা ক্রসিং এলাকায় স্থায়ীভাবে উপজেলা পরিষদ ভবনের উদ্বোধন করা হয়।

এসময় জেলা প্রশাসক উপজেলা পরিষদ প্রাঙ্গণে তারুণ্যের মেলার উদ্বোধন ও শীতবস্ত্র বিতরণ, বন্যহাতির আক্রমণে নিহত ব্যক্তির পরিবারকে সহায়তা, নদী ভাঙনে ক্ষতিগ্রস্থ ব্যক্তি ও ভিক্ষুকদের সহায়তা প্রদান করেন। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন এক সাথে কাজ করতে হবে। দেশের জনগন ও জানমালের নিরাপত্তায় সব ধরণের সিন্ধন্ত নেবে প্রশাসন।

কর্ণফুলী উপজেলা নির্বাহী অফিসার মাসুমা জান্নাতের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহ্বায়ক আলী আব্বাস, কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শরিফ, উপজেলা বিএনপির আহ্বায়ক মামুন মিয়া, সদস্য সচিব হাজী ওসমান, সিনিয়র উপজেলা প্রকৌশলী তসলিমা জাহান, আনোয়ারা উপজেলা প্রকৌশলী জাহেদুল আলম চৌধুরী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কামরুল হোসেন, বেসরকারী কারা পরিদর্শক জোবায়ের আলম মানিক প্রমুখ।

আরও খবর

Sponsered content