বরিশাল

বঙ্গোপসাগরে ট্রলার থেকে পড়ে জেলে নিখোঁজ

  প্রতিনিধি ১৯ ডিসেম্বর ২০২১ , ৬:৩৪:২৭ প্রিন্ট সংস্করণ

সাকিল আহমেদ, পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি:

বরগুনার পাথরঘাটা থেকে দক্ষিণে বঙ্গোপসাগরের বিষখালী ও বলেশ্বর মোহনায় এফবি সিমা-২ নামে মাছ ধরার ট্রলার থেকে পড়ে গিয়ে শাহিন (৩৫) নামে এক জেলে নিখোঁজ হয়েছেন।

নিখোঁজ শাহিনকে উদ্ধারের জন্য জেলা মালিক সমিতির পক্ষ থেকে উদ্ধার অভিযান চলছে বলে জানিয়েছেন বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী।

নিখোঁজ শাহিন উপজেলার সদর ইউনিয়নের বাদুড়তলা গ্রামের আব্দুস সোমেদ মিয়ার ছেলে।

এফবি সিমা-২ ট্রলারের মালিক আনসার খানের বরাত দিয়ে গোলাম মোস্তফা চৌধুরী জানান, গত বৃহস্পতিবার ভোর রাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে ট্রলারের এক পাশে যান শাহিন। এরপর ঢেউয়ের তোড়ে ট্রলার থেকে ছিটকে পড়ে যায় শাহিন। এরপর থেকে তাঁর খোঁজ মেলেনি।

এর আগে গত ৮ ডিসেম্বর ট্রলারের মাঝি জাকিরের নেতৃত্বে পাথরঘাটা ঘাট থেকে ১২ জন মাঝিমাল্লা নিয়ে সাগরে মাছ ধরার জন্য যায় ট্রলারটি।

এদিকে ঘটনার পর নিখোঁজ শাহিনের অনুসন্ধানে শুক্রবার সকালে পাথরঘাটা থেকে তিনটি ট্রলার বঙ্গোপসাগরে পাঠায় জেলা ট্রলার মালিক সমিতি।

কোস্ট গার্ড দক্ষিণ স্টেশন কোস্টগার্ড কমান্ডার লেফটেন্যান্ট হারুনুর রশিদ জানান, নিখোঁজ জেলের খোঁজে উদ্ধার অভিযান চলছে।

আরও খবর

Sponsered content

Powered by