বরিশাল

ঝালকাঠিতে ২টি সেমাই কারখানায় জরিমানা

  প্রতিনিধি ২৪ জুলাই ২০২০ , ৬:৫৯:০২ প্রিন্ট সংস্করণ

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির ২টি সেমাই কারখানায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়েছে। গত বৃহস্পতিবার বিকেলে শহরের মক্কা ও মদীনা সেমাই কারখানায় এ অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের সহকারী পরিচালক ইন্দ্রানী দাস। জাতীয় গোয়েন্দা নিরাপত্তা সংস্থার সহযোগীতায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে এনএসআই ঝালকাঠির উপ-পরিচালক আঃ কাদের উপস্থিত ছিলেন। উল্লেখ্য ঝালকাঠির একাধিক সেমাই কারখানা মালিক দীর্ঘদিন থেকে নিম্নমানের পামতৈল ব্যবহার করে ঢাকা থেকে তৈরী করে আনা প্যাকেটে নিম্নমানের সেমাই অতিরিক্ত দামে বিক্রি করে আসছে। বছরের পর বছর ধরে কারখানা দুটিতে অস্বাস্থ্যকর-নোংরা পরিবেশে সেমাই উৎপাদন ও বাজারজাত করে আসছে বলে তথ্য পাওয়া গেছে। এসব কারনে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ইন্দ্রানী দাস ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের দঃ বিঃ ৩৭ ও ৪৩ ধারায় অপরাধ আমলে নিয়ে মক্কা সেমাই কারখানার মালিককে ৫০ হাজার ও মদীনা সেমাই কারখানার মালিককে ১০ হাজার টাকা জরিমানা করেন। এছাড়াও এসব অনিয়ম-অব্যবস্থাপনা পরিহার করে নিয়মানুযায়ী খাদ্যসামগ্রী উৎপাদনের জন্য শেষ বারের মতো সতর্ক করা হয়। এ ব্যাপারে অভিযান পরিচালনাকারী সহকারী পরিচালক ইন্দ্রানী দাস জানান, এবারের মতো উভয় মিল মালিককে আর্থিক দন্ড প্রদান ও সতর্ক করে দেয়া হয়েছে। পরবর্তীতে একই রকম অপরাধ পুনরায় সংঘটিত হলে কারখানা দুটি সিলগালা করে দেয়াসহ বিধিমোতাবেক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়। এছাড়া কারখানার মালিক পক্ষকে উৎপাদন খরচের সাথে সমন্বয় রেখে সরকারের এমআরপি অনুযায়ী দ্রব্য মূল্য নির্ধারণ করতে নির্দেশ প্রদান করেছেন বলে তিনি জানান।

আরও খবর

Sponsered content

Powered by