ঢাকা

কাঁঠাল কাটা নিয়ে দ্বন্দ্বে ভাতিজার হাতে চাচা খুন

  প্রতিনিধি ২০ মে ২০২৪ , ৪:১২:১৫ প্রিন্ট সংস্করণ

কাঁঠাল কাটা নিয়ে দ্বন্দ্বে ভাতিজার হাতে চাচা খুন

গাজীপুরের কাপাসিয়ায় কাঁঠাল কাটা নিয়ে দ্বন্দ্বের জেরে ভাতিজার হাতে চাচা খুন হয়েছেন বলে অভিযোগ উঠেছে। রোববার (১৯ মে) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বকর মিয়া।

এর আগে, একই দিন দুপুরে উপজেলার চাঁদপুর ইউনিয়নের কাজাহাজী বডটেক এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সবুজ ফকির (৪৫) ওই এলাকার সামসুদ্দিন ফকিরের ছেলে। অভিযুক্ত আবু বকর ছিদ্দিক (২২) নিহতের বড় ভাই ফারুক ফকিরের ছেলে।

স্থানীয়রা জানান, জমিজমা নিয়ে বেশকিছু দিন ধরে চাচা-ভাতিজার মধ্যে বিরোধ চলছিল। দুপুরে সবুজ বাড়ির পাশের একটি গাছ থেকে কাঁঠাল কাটতে গেলে ভাতিজা আবু বকর ও বড় ভাই ফারুকের সঙ্গে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে আবু বকর উত্তেজিত হয়ে সবুজকে ছুরিকাঘাত করে পালিয়ে যান। পরে সবুজের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে গাজীপুর সদরে হাসপাতালে নিয়ে যায়। সেখানেই তার মৃত্যু হয়।

ওসি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে অভিযোগ পেলে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও খবর

Sponsered content