দেশজুড়ে

কাটাগড় দেওয়ান শাগীর শাহ মাদরাসায় পরিচালনা পর্ষদ নির্বাচন সম্পন্ন

  প্রতিনিধি ৪ জুলাই ২০২৪ , ৮:২৪:২১ প্রিন্ট সংস্করণ

কাটাগড় দেওয়ান শাগীর শাহ মাদরাসায় পরিচালনা পর্ষদ নির্বাচন সম্পন্ন

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রুপাপাত ইউনিয়নের কাটাগড় শাগীর শাহ দেওয়ান দাখিল মাদরাসায় ম্যানেজিং কমিটির নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে আটটায় ভোট গ্রহণ শুরু হয়ে বিকেল চারটায় শেষ হয়।

এ নির্বাচনের ৯ জন প্রার্থী অংশ গ্রহণ করেন।

পরিচালনা পর্ষদ নির্বাচনে দাখিল স্তরে সাধারণ অভিভাবক পদে প্রথম হয়ে বিজয়ী হয়েছেন মো. আব্দুর রহমান, দ্বিতীয় হয়েছেন মামুন মোল্য, তৃতীয় হয়েছেন হেলাল ইসলাম, এবং সংরক্ষিত মহিলা পদে বিজয়ী হয়েছেন শেফালী খানম। এবতেদায়ী স্তর পর্যায় সাধারণ অভিভাবক পদে প্রথম হয়েছেন ইদ্রিস ফকির। 

প্রিজাইডিং অফিসারের দায়ীত্বে ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আকরাম হোসেন খান।

আরও খবর

Sponsered content