চট্টগ্রাম

জুমার নামাজরত অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়লেন মুসল্লি

  প্রতিনিধি ১৬ মার্চ ২০২৪ , ৬:০৯:৩৫ প্রিন্ট সংস্করণ

জুমার নামাজরত অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়লেন মুসল্লি

চট্টগ্রামের হাটহাজারীতে জুমার নামাজরত অবস্থায় অজ্ঞাত এক মুসল্লির মৃত্যু হয়েছে। শুক্রবার উপজেলার ৩নং মির্জাপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডস্থ মোমিন শাহ মাজার মসজিদে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেন হাটহাজারী মডেল থানার এসআই গোফরান। তবে ওই পুলিশ অফিসার ওই অজ্ঞাতনামা ব্যক্তির পরিচয় সনাক্ত করতে না পারলেও তিনি পেশায় একজন ভিক্ষুক বলে জানিয়েছে স্থানীয়রা।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকাল থেকে অজ্ঞাত ওই ভিক্ষুক ওই এলাকার বিভিন্ন ঘরে ঘরে গিয়ে সাহায্য চান (ভিক্ষা করেন)। জুমার নামাজের সময় হয়ে এলে তিনি উল্লেখিত এলাকার মোমিন শাহ মাজার মসজিদে জুমার নামাজ পড়তে যান। সেখানে জুমার নামাজের সময় তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে পাশে থাকা কয়েকজন তাকে ধরে মসজিদে শুইয়ে দেন। এর কিছুক্ষণ পরেই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।

এ বিষয়ে জানতে চাইলে উক্ত ইউনিয়নের চেয়ারম্যান আকতার হোসেন খান সুমন জানান, নামাজরত অবস্থায় মারা যাওয়া অজ্ঞাত ওই মুসল্লির পরিচয় পাওয়া যায়নি।

আরও খবর

Sponsered content

Powered by