বাংলাদেশ

কাফনের কাপড় পরে আন্দোলন, সাত কলেজের ৭ শিক্ষার্থী ঢামেকে

  প্রতিনিধি ২৭ আগস্ট ২০২৩ , ৪:৩৮:৫৩ প্রিন্ট সংস্করণ

Dhaka College Student

রাজধানীর নীলক্ষেত মোড়ে আন্দোলনরত সাত কলেজের শিক্ষার্থীদের মধ্য থেকে সাতজন অসুস্থ হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে ভর্তি হয়েছেন। দুপুর ২টার দিকে তাদের ঢামেক হাসপাতালে আনা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তাদের ভর্তি নেওয়া হয়েছে মেডিসিন ওয়ার্ডে।

অসুস্থরা হলেন মো. শাহরিয়ার আলম (২৪), মো. তকিবুর রহমান বাপ্পি (২৪), মোছা. সোনিয়া আক্তার (২৩), মো. মাহবুব প্লাবন (২৪), মো. রাজিব (২২), মো. সাদেক বাপ্পি (২৪) ও ইয়াসিন আলী সাগর (২৪)।

রোববার (২৭ আগস্ট) দুপুর ২টার দিকে তাদের অসুস্থ অবস্থায় উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে পাঠানো হয় নতুন ভবনের মেডিসিন ওয়ার্ডে।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, নীলক্ষেত মোড় এলাকা থেকে অসুস্থ হয়ে সাতজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে তাদের চিকিৎসা দিয়ে নতুন ভবনের মেডিসিন ওয়ার্ডে পাঠানো হয়। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

আরও খবর

Sponsered content

Powered by