রাজশাহী

কাহালুতে কমিউনিটি সচেতনতামূলক সভা

  প্রতিনিধি ৩১ মার্চ ২০২১ , ৯:০০:৫৭ প্রিন্ট সংস্করণ

কাহালু (বগুড়া) প্রতিনিধি :

বুধবার বগুড়ার কাহালুর মালঞ্চা বাজারে কাহালু থানা পুলিশের আয়োজনে ও ইউএনএফপিএ বাংলাদেশ এর সার্বিক সহযোগিতায় নারী ও শিশু নির্যাতন, বাল্যবিয়ে নিরোধ, ইভটিজিং, মাদকদ্রব্যের কুফল, সন্ত্রাস, জাঙ্গীবাদ ও সামাজিক অবক্ষয় বিষয়ক কমিউনিটি সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন কাহালু থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আমবার হোসেন। কাহালু থানার সেকেন্ড অফিসার মো. আবু শাহিন কাদিরের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়ার সহকারি পুলিশ সুপার (নন্দীগ্রাম সার্কেল) আহমেদ রাজিউর রহমান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ইউএনএফপিএ বাংলাদেশ বগুড়া জেলা প্রতিনিধি তামিমা নাসরিন।

 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাহালু থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. হারুন অর রশিদ, উপজেলা কমিউনিটি পুলিশিং এর সভাপতি আব্দুস ছালেক (তোতা), মালঞ্চা ইউ পি চেয়ারম্যান মর্জিনা বেগম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কাহালু থানার নারী হেল্প ডেস্কের এস আই গুলবাহার খাতুন, এস আই হাফিজুর রহমান, নজমুল হোসেন, মালঞ্চা ইউ পি সদস্য খালেদা খাতুন প্রমুখ।

আরও খবর

Sponsered content

Powered by