খুলনা

কুষ্টিয়ায় সাবেক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মামলা

  প্রতিনিধি ৬ ডিসেম্বর ২০২০ , ৬:২৮:৪২ প্রিন্ট সংস্করণ

কুষ্টিয়া প্রতিনিধি:শনিবার রাতে সাংবাদিকদের উপর হামলা চালানোর অভিযোগ উঠেছে সাবেক কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ আহাম্মেদ ও তার ক্যাডার বাহিনীর বিরুদ্ধে। এই হামলায় দিপ্ত টেলিভিশনের কুষ্টিয়া প্রতিনিধি দেবেশ চন্দ্র সরকার ও ক্যামেরা পার্সন হারুন অর রশিদ গুরুতর আহত হয়। গত শনিবার রাত ৯ টার সময় কুষ্টিয়া মজমপুর গেট সংলগ্ন এসবি পরিবহন (ঢাকা-কুষ্টিয়া) কাউন্টার, অফিস ভাংচুর ও লুটপাট হচ্ছে এমন সংবাদ সংগ্রহ করতে গেলে তাদের ওপর হামলার ঘটনা ঘটে। আহত দিপ্ত টেলিভিশনের কুষ্টিয়া প্রতিনিধি দেবেশ চন্দ্র সরকার বাদি হয়ে কুষ্টিয়া মডেল থানায় একটি লিখিত এজাহার দায়ের করেন। রাতেই কুষ্টিয়া মডেল থানায় মামলা রুজু হয়। যার মামলা নং-৯ তারিখ ৬-১২-২০২০ইং। আহত হারুন অর রশিদ কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এসময় দিপ্ত টেলিভিশনের ক্যামেরা ভাঙচুর করে সাদ বাহিনী। এদিকে সাংবাদিকের ওপর হামলার ঘটনার পরপরই কুষ্টিয়ার সাংবাদিকরা রাতেই থানার গেটে অবস্থান কর্মসূচি পালন করে সাদ সহ হামলাকারীদের দ্রæত গ্রেফতার করে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানান। ২৪ ঘন্টার মধ্যে সাদ কে গ্রেফতার করা না হলে কলম বিরতির ঘোষণা দেন সাংগঠনিক নেতৃবৃন্দ। এদিকে কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ আবুল কালাম অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন মামলা রুজু করা হয়েছে।

আরও খবর

Sponsered content