দেশজুড়ে

কেন্দুয়ায় রবিদাস সম্প্রদায়ের দুস্তদের পাশে এমপি  

  প্রতিনিধি ২৬ এপ্রিল ২০২০ , ৪:২৮:০৭ প্রিন্ট সংস্করণ

মজিবুর রহমান, কেন্দুয়া (নেত্রকোণা) : নেত্রকোণার কেন্দুয়ায় প্রাণঘাতী করোনার পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া রবিদাস সম্প্রদায়ের দুস্থ মানুষদের পাশে দাঁড়িয়েছেন নেত্রকোণা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগ সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল।

আজ রোববার (২৬ এপ্রিল) দুপুরে কেন্দুয়া পৌরসভা প্রাঙ্গণে রবিদাস সম্প্রদায়ের কর্মহীন দুস্থদের মাঝে ত্রাণ সামগ্রী তুলে দেন এমপি অসীমের পক্ষে তার সহধর্মিণী বাংলাদেশ যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপিকা অপু উকিল। এসময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আব্দুল কাদির ভূইঁয়া, সাধারন সম্পাদক ও পৌরসভার মেয়র আসাদুল হক ভূইঁয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিনা বেগম সুমী,পৌর আওয়ামী লীগের সভাপতি কামরুল হাসান ভূইঁয়া, কান্দিউড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক তাপস ব্যানাজী,আওয়ামী লীগ নেতা গোলাম জিলানীসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও খবর

Sponsered content