দেশজুড়ে

চবিতে প্রকৌশলী ও নিরাপত্তা কর্মকর্তাকে ছাত্রলীগ নেতার মারধর

  প্রতিনিধি ২৮ আগস্ট ২০২৩ , ৭:১৬:৪৬ প্রিন্ট সংস্করণ

চবিতে প্রকৌশলী ও নিরাপত্তা কর্মকর্তাকে ছাত্রলীগ নেতার মারধর

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রধান প্রকৌশলী ও প্রধান নিরাপত্তা কর্মকর্তাকে মারধরের অভিযোগ উঠেছে শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বগি ভিত্তিক সিক্সটি নাইন গ্রুপের অনুসারী রাজু মুন্সির বিরুদ্ধে। মারধরের ঘটনায় প্রায় ৩ ঘন্টা ক্যাম্পাসে পানি, বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ বন্ধ রাখে প্রকৌশল দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা।

রবিবার বিশ্ববিদ্যালয়ের কাটা পাহাড় রাস্তায় মারধরের শিকার ও লাঞ্ছিতের শিকার হয়েছেন বলে অভিযোগ করেন প্রধান প্রকৌশলী জাহাঙ্গীর ফজল। অন্যদিকে প্রধান নিরাপত্তা কর্মকর্তা আবদুর রাজ্জাক বলেন, রাজু মুন্সি সোমবার (২৮ আগস্ট) সকালে ১০ হাজার টাকা চাঁদা দাবি করেন। পরে প্রশাসনিক ভবনের সামনে তাকে (আবদুর রাজ্জাক) লাঞ্ছিত করেন। ঘটনার বিচার চেয়ে উপাচার্য ও রেজিস্ট্রার বরাবর লিখিত অভিযোগ করেন ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মোঃ জাহাঙ্গীর ফজল ও নিরাপত্তা কর্মকর্তা শেখ মোঃ আবদুর রাজ্জাক।

প্রধান প্রকৌশলী জাহাঙ্গীর ফজল জানান, ‘কাটা পাহাড় এলাকায় সাইট পরিদর্শনকালে রাজু মুন্সি আমার দিকে তেড়ে আসে এবং আমাকে কিল-ঘুষি মারে এবং পরবর্তী সময়ে রেজিস্ট্রার অফিসের সামনেও অসংখ্য লোকের সামনে আমার দিকে ধেয়ে আসে। উপস্থিত লোকজন না থাকলে আমার প্রাণনাশের আশঙ্কা ছিল।’

চবির প্রধান নিরাপত্তা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শেখ মোহাম্মদ আবদুর রাজ্জাক বলেন, “রাজু মুন্সি সকালে আমার অফিসে এসে এক প্রহরীকে বলে আমি যেন তার জন্য ১০ হাজার টাকা রেডি রাখি। তিরিশ মিনিট পরে এসে সে বলে, ‘এখান থেকে বেরিয়ে যা, নাহলে তোকে মারব।’ সে উত্তেজিত হয়ে গেলে আমি সেখান থেকে প্রক্টর অফিসে এসে বিষয়টি জানাই।”

এ বিষয়ে অভিযুক্ত রাজু মুন্সি বলেন, ‘তারা দুইজন (প্রকৌশলী ও নিরাপত্তা কর্মকর্তা) বিভিন্ন অনিয়মে জড়িত। আমি প্রতিবাদ জানিয়েছি। আমি প্রতিবাদ জানানোয় আমার বিরুদ্ধে অভিযোগ দিয়েছে। আমার প্রতিবাদের ভাষা একটু বাজে।’

তিনি আরও বলেন, ‘অভিযোগ দিছে; সমস্যা নাই। আমি তো জামায়াত-শিবির, বিএনপি না। আমার নামে অভিযোগ সামনে আরও হবে। আমাকে পুলিশে নিয়ে গেলে শেখ হাসিনা ফোন দিয়ে ছাড়াবে। আমি শেখ হাসিনার রিজার্ভ ফোর্স। নির্বাচনে আমাকে কাজে লাগবে।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কে এম নুর আহমদ বলেন, ‘উপাচার্য আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন। আমরা মামলার প্রস্তুতি নিচ্ছি।’

আরও খবর

Sponsered content

Powered by