বাংলাদেশ

খালেদা জিয়ার প্রেস সচিবকে অব্যাহতি

  প্রতিনিধি ৫ এপ্রিল ২০২১ , ৬:০৮:০৯ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পন ডেস্ক:

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার প্রেস সচিব মারুফ কামাল খান সোহেলকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সোমবার (৪ এপ্রিল) এ সংক্রান্ত একটি চিঠি ইস্যু করা হয়। চিঠিটি সন্ধ্যার দিকে মারুফ কামাল খানের কাছে পাঠানো হবে।

দলটির দপ্তর সম্পাদক এমরান সালেহ প্রিন্স বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, অব্যাহতি দেওয়ার সিদ্ধান্তটি দলের পক্ষ থেকে তাকে জানানো হয়েছে। পরে অব্যাহতিপত্রটি তিনি গুলশান অফিসে পাঠিয়েছেন।

জানা যায়, ২০০৯ সাল থেকে মারুফ কামাল খান বিএনপি চেয়ারপারসনের প্রেস সচিবের দায়িত্ব পালন করে আসছিলেন। কিন্তু ২০১৮ সাল থেকে তিনি নিষ্ক্রিয় হয়ে যান। কর্মস্থলে আসা বন্ধ করে দেন। যা দলীয় শৃঙ্খলা ভঙ্গের শামিল।‌ এ জন্য স্থায়ী কমিটির বৈঠকে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

এর আগে ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত চারদলীয় জোট ক্ষমতায় থাকাকালে তৎকালীন প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিবের দায়িত্বে ছিলেন তিনি।

আরও খবর

Sponsered content

Powered by