দেশজুড়ে

খুমেক হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে তরুণীর মৃত্যু

  প্রতিনিধি ২৮ এপ্রিল ২০২০ , ৪:৪৫:৩৩ প্রিন্ট সংস্করণ

খুলনা ব্যুরো : খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে করানোর উপসর্গ নিয়ে লিমা খাতুন (২৪) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে।মঙ্গলবার (২৮ এপ্রিল) ভোরে তিনি মারা যান। লিমা পিরোজপুর জেলা সদরের জুলফিকার আলীর মেয়ে।

খুমেক হাসপাতালের চিকিৎসক ডা. শৈলেন্দ্রনাথ বিশ্বাস জানান, গত তিন থেকে চারদিন ধরে নিউমোনিয়ায় ভুগছিলেন লিমা। পরে সোমবার (২৭ এপ্রিল) বিকেলে তাকে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। ভোরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি করোনায় আক্রান্ত ছিলেন কি না তা জানতে পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করা হয়েছে। 

আরও খবর

Sponsered content