ময়মনসিংহ

গণপরিবহন চালুসহ ৩ দফা দাবিতে ময়মনসিংহে বিক্ষোভ-সমাবেশ

  প্রতিনিধি ২ মে ২০২১ , ৬:৫৮:১৮ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্ক:

গণপরিবহন চালু, সরকারি প্রণোদনা ও কম দামে শ্রমিকদের মাঝে সরকারি ওএমএসের চাল দেয়ার দাবিতে বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ময়মনসিংহে বিক্ষোভ মিছিল ও সামাবেশ করেছেন পরিবহন শ্রমিকরা।

রোববার (২ মে) দুপুরে বড়বাজার ময়মনসিংহ জেলা মটরযান কর্মচারী ইউনিয়ন কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করেন শ্রমিকরা। নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে পাটগুদাম ব্রিজ মোড়ে এসে সমাবেশ করেন শ্রমিকরা।

সমাবেশে জেলা মোটরযান কর্মচারী ইউনিয়নের সভাপতি আব্দুছ ছালাম, সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন চানু, যুগ্ম সম্পাদক আলী হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, লকডাউনে সবকিছু স্বাভাবিক থাকলেও শুধু গণপরিবহন বন্ধ রেখে পরিবহন শ্রমিকদের সঙ্গে অন্যায় আচরণ করা হচ্ছে। ৪ এপ্রিলের মধ্যে পরিবহন চালুর অনুমতি না দিলে ৫ তারিখ থেকে সড়ক-মহাসড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ করে দেয়ার ঘোষণা দেন তারা।

আরও খবর

Sponsered content

Powered by