চট্টগ্রাম

গভীর রাতের বৃদ্ধাকে কুপিয়ে হত্যা

  প্রতিনিধি ১২ অক্টোবর ২০২৩ , ৩:৫৬:০০ প্রিন্ট সংস্করণ

গভীর রাতের বৃদ্ধাকে কুপিয়ে হত্যা
এই বাড়িতে গভীর রাতে ঘরে ঢুকে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা করা হয়

কুমিল্লায় ঘরে ঢুকে আমেনা খাতুন (৮০) নামের এক বৃদ্ধাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (১১ অক্টোবর) গভীর রাতে মুরাদনগরের যাত্রাপুর ইউনিয়নের মোচাগড়া পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের মৃত তালেব আলীর স্ত্রী। 

নিহতের বড় ছেলে আবু ইউসুফ জানান, রাতে তার মা প্রতিদিনের মতো ঘরে ঘুমাতে যান। বৃহস্পতিবার সকাল ৬টার দিকে বৃদ্ধার নাতি সাগর সকালের নাস্তা খেতে ডাকতে গিয়ে দেখেন ঘরের তিনটি দরজা খোলা। পরে ঢুকে খাটের ওপর মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। 

নাম প্রকাশে অনিচ্ছুক একজন স্থানীয় বলেন, দীর্ঘদিন ধরে জমি নিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কলহ চলছিল ওই বৃদ্ধার। তাদের ধারণা, হত্যার পেছনে পরিবারের লোকদের সম্পৃক্ততা থাকতে পারে।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল বারি ইবনে জলিল বলেন, ধারালো অস্ত্রের আঘাতে ওই বৃদ্ধার মৃত্যু হয়েছে। কারা তাকে হত্যা করেছে তা নিশ্চিত হওয়া যায়নি। হত্যায় জড়িতদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।

আরও খবর

Sponsered content