চট্টগ্রাম

গুমের শিকার নেতাদের সন্ধানে চট্টগ্রামে বিএনপি’র মানববন্ধন

  প্রতিনিধি ১২ আগস্ট ২০২৪ , ৫:৫৫:০৫ প্রিন্ট সংস্করণ

গুমের শিকার নেতাদের সন্ধানে চট্টগ্রামে বিএনপি’র মানববন্ধন

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও করলডেঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম বাচাসহ বিভিন্ন সময়ে গুমের শিকার হওয়া ব্যক্তিদের সন্ধান দেয়ার দাবীতে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে সোমবার (১২ আগস্ট) সকাল ১১টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব আবু সুফিয়ানের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব এনামুল হক এনামের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এসময় আবু সুফিয়ান বলেন, বিএনপিকে দমিয়ে রাখতে অবৈধ হাসিনা সরকার আমাদের অনেক নেতাকর্মীকে গুম করেছে। আজও তাদের পরিবার সেসব গুম হওয়া নেতাকর্মীদের অপেক্ষায় আছে। ইতিমধ্যে হাসিনা পালিয়ে যাওয়ার পর কথিত আয়না ঘর থেকে গুম হওয়া কয়েকজন ফিরে এসেছে। আমরা বাকিদেরও অবিলম্বে ফেরত চাই। বোয়ালখালী বিএনপির সাবেক সভাপতি ও বোয়ালখালী উপজেলার করলডেঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম বাচা’কে ২০১০ সালের ৮ই নভেম্বর গুম করা হয়েছিল। কিন্তু আজ পর্যন্ত কোন খোঁজ নেই। গুম হওয়া ব্যক্তিদের জন্য তাদের পরিবারের সদস্যরা অপেক্ষায় রয়েছে। আমরা অবিলম্বে তাদের সন্ধান চাই।

এতে বক্তব্য রাখেন দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এনামুল হক এনাম, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এম মন্জুর উদ্দীন চৌধুরী, কামরুল ইসলাম হোসাইনী, এস এম মামুন মিয়া, আলহাজ্ব মোস্তাফিজুর রহমান, খোরশেদ আলম, হাজী মোহাম্মদ রফিক, হাজী মোহাম্মদ ইসহাক, হামিদুল হক মান্নান, নুরুল কবির, মঈনুল আলম ছোটন, বিএনপি নেতা মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা, রেজাউল করিম নেছার, মাষ্টার মোহাম্মদ লোকমান, মাহামুদুর রহমান মাদু, শহীদুল্লাহ চৌধুরী, কামাল উদ্দীন, রেজাউল করিম চৌধুরী রেজা, হাজী মোহাম্মদ ওসমান প্রমুখ।

আরও খবর

Sponsered content