প্রতিনিধি ২৭ জুন ২০২৪ , ৫:৩৬:০২ প্রিন্ট সংস্করণ
সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যকে র্যাংক ব্যাজ পরিয়ে দিলেন গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার।
গোপালগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে বুধবার (২৬ জুন) জেলা পুলিশে কর্মরত এসআই (নিঃ) রাসেল আহম্মেদ পিপিএম, ইন্সপেক্টর (নিঃ) পদে পদোন্নতিপ্রাপ্ত হওয়ায় তাকে এ র্যাংক ব্যাজ পরিয়ে দেন গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার আল-বেলী আফিফা পিপিএম।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার জেলা বিশেষ শাখা (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোঃ মাহবুবুর আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) উখিংমে, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ খায়রুল আলম, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আনিচুর রহমান, মুকসুদপুর থানার তদন্তকারী কর্মকর্তা শীতল পাল সহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।