চট্টগ্রাম

লক্ষীপুরে সাংবাদিকদের নিয়ে ওরিয়েন্টেশন সভা

  প্রতিনিধি ৩০ সেপ্টেম্বর ২০২০ , ৭:১৩:৪৭ প্রিন্ট সংস্করণ

ল²ীপুর প্রতিনিধি : আগামী ৪ অক্টোবর থেকে আয়োজিত ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে ল²ীপুরে ৩ লক্ষ ৭ হাজার ২৩ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ৩২ হাজার ১৫৪ শিশুকে নীল রঙ্গের এবং ১২ থেকে ৫৯ বয়সী ২ লক্ষ ৫৮ হাজার ৯১ শিশুকে লাল রঙ্গের ভিটামিন ক্যাপসুল খাওয়ানো হবে। ১৫৬০টি অস্থায়ী এবং ১৯৫টি ওয়ার্ড ও ৬টি স্থায়ী কেন্দ্রে স্বেচ্ছাসেবীসহ প্রায় ৩ হাজার ৭১০জন স্বাস্থ্যকর্মী এ কার্যক্রমে অংশগ্রহণ করবেন। বুধবার বিকেলে সাংবাদিকদের নিয়ে জাতীয় ভিটামিন “এ”প্লাস ক্যাম্পেইন ওরিয়েন্টেশন সভায় সিভিল সার্জন ডা: আবদুল গফ্ফার এসব তথ্য জানান। ল²ীপুর সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ প্রেস ব্রিফিং ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো নিয়ে কর্মপরিকল্পনা তুলে ধরেন সিভিল সার্জন কার্যালয়ের রোগ তত্ত¡ ভিাগের মেডিকেল অফিসার ডাঃ নাহিদ রায়হান। সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাঃ ইকবাল মাহমুমের পরিচালনায় উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিসার মোঃ মনির হোসেন, ল²ীপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আবদুল মালেক প্রমুখ। অনুষ্ঠানে করোনা পরিস্থিতিতে বিশেষ সর্তকতার সাথে এ কার্যক্রম বাস্তয়নের উপর গুরুত্বারোপ করে অভিভাবকদের মাস্ক পরে শিশুদের টিকাকেন্দ্রে নিয়ে যাওয়ার অনুরোধ জানান।

আরও খবর

Sponsered content

Powered by