ঢাকা

গোপালগঞ্জে ২ দিনব্যাপী পদাবলী কীর্ত্তণ অনুষ্ঠিত

  প্রতিনিধি ২৩ নভেম্বর ২০২০ , ৭:০৯:২৯ প্রিন্ট সংস্করণ

গোপালগঞ্জে ২ দিনব্যাপী পদাবলী কীর্ত্তণ অনুষ্ঠিত

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে কালীপুজাত্তোর ২ দিনব্যাপী পদাবলী কীর্ত্তণ গত শনিবার থেকে রোববার (২১ ও ২২ নভেম্বর) বিকাল ৩ টা থেকে রাত ১০টা পর্যন্ত সার্বজনীন কেন্দ্রীয় কালিবাড়ি মন্দিরে স্বাস্থ্যবিধি মেনে যথাযথভাবে অনুষ্ঠিত হয়েছে। কালীপুজাত্তোর লীলা কীর্ত্তণ অনুষ্ঠানের উদ্বোধন করেন গোপালগঞ্জ সার্বজনীন কেন্দ্রীয় কালীবাড়ি মন্দিরের সভাপতি ডাঃ অরুণ কান্তি বিশ্বাস। সার্বিক তত্ত¡াবধানে ছিলেন সার্বজনীন কেন্দ্রীয় কালীবাড়ির সাধারণ সম্পাদক বাবু বিভূতি রায়, সহ-সভাপতি শ্রীমতি শিপ্রা বিশ্বাস, দপ্তর সম্পাদক বাবু তুষার কান্তি বিশ্বাস, জনসংযোগ সম্পাদক বাবু শৈলেন্দ্র নাথ মন্ডল, কোষাধ্যক্ষ বাবু রনেন মন্ডল, প্রচার সম্পাদক বাবু বিকাশ কংশ বণিক, সহ-সম্পাদক বাবু দ্বীজেন্দ্র নাথ ঢালী সহ কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যবৃন্দ। উল্লেখ্য, কালীপুজাত্তোর পদাবলী কীর্ত্তণ পরিবেশনায় সুদূর সাতক্ষীরা জেলা থেকে আগত নব নিত্যানন্দ সম্প্রদায়ের কুমারী আশালতা মন্ডল, রাধা গোবিন্দ সম্প্রদায়ের শ্রীমতি ঝর্ণা রায় গান পরিবেশন করেন।

আরও খবর

Sponsered content

Powered by