প্রতিনিধি ১০ ফেব্রুয়ারি ২০২৫ , ৭:১৪:৪৪ প্রিন্ট সংস্করণ
গোপালগঞ্জ জেলা রোভার স্কাউটস এর ত্রি-বার্ষিক কাউন্সিল সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ ফেব্রুয়ারি) গোপালগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ “স্বচ্ছতা’য় আয়োজিত গোপালগঞ্জ জেলা রোভারের ত্রি-বার্ষিক কাউন্সিল সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মুহম্মদ কামরুজ্জামান।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ গোলাম কবির, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সালমা পারভীন, এডহক কমিটির সদস্যবৃন্দ এবং সকল কাউন্সিলরবৃন্দ উপস্থিত ছিলেন। উক্ত কাউন্সিল সভায় মোঃ জুবাইর আল মাহমুদ (সিএএলটি সম্পন্ন) জেলা সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন। নবগঠিত জেলা রোভার এর সভাপতি গোপালগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মুহম্মদ কামরুজ্জামান। কমিশনার স্কাউটার মাসুদ আহমেদ, সম্পাদক বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক মোঃ জুবাইর আল মাহমুদ, কোষাধ্যক্ষ সরকারি বঙ্গবন্ধু কলেজের সহকারী অধ্যাপক শুকলাল বিশ্বাস মনোনীত হয়েছেন। এছাড়াও সহ-সভাপতি ৫ জন, রোভার স্কাউটস গ্রুপ সভাপতি প্রতিনিধি ২ জন, রোভার স্কাউট লিডার প্রতিনিধি ২ জন নির্বাচিত হয়েছেন।