চট্টগ্রাম

চকরিয়ায় নির্যাতনের শিকার গৃহবধূ বিচারের আশায় ঘুরছে প্রশাসনের দ্বারে দ্বারে

  প্রতিনিধি ১৪ সেপ্টেম্বর ২০২০ , ৪:০৬:৫১ প্রিন্ট সংস্করণ

বি এম হাবিব উল্লাহ, কক্সবাজার:

চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সেগুন বাগিচা এলাকার বাসিন্দা কায়সার হামিদের স্ত্রী ৩ সন্তানের মা রাজিয়া বেগম নামে এক গৃহবধূ প্রতিবেশী লোকজনের কাছে মারধর ও নির্যাতনের শিকার হয়েছে বলে গুরুতর অভিযোগ পাওয়া গেছে।

 

থানায় অভিযোগ দায়েরের পর থেকে গৃহবধূ ৩ মন্তান নিয়ে বিচারের আশায় অন্তত ৩ মাস ধরে ঘুরেছে । জানা যায়, গত ৫জুলাই বৃষ্টির পানি গড়িয়ে গৃহবধূ বাড়ীর উঠান হয়ে প্রতিপক্ষের বসতভিটার উপর দিয়ে কিছু সময় চলাচল করা নিয়ে ক্ষিপ্ত হয়ে প্রতিপক্ষ প্রতিবেশী শাহাব মিয়ার পুত্র মোঃ আরমান তার স্ত্রী খতিজা বেগম, রেজাউল করিম প্রকাশ রাজা মিয়া, লুৎফা আক্তার মিলে রাজিয়া বেগমের বসতভিটায় ঢুকে তাকে এলোপাতাড়ি মারধর ও বিবস্ত্র করে শ্লীলতাহানি করে। এক পর্যায়ে নির্যাতনের শিকার রাজিয়া বেগমকে  বিবস্ত্র করে বসতভিটা থেকে রাস্তায় নিয়ে গিয়ে আরো মারধর করেছে বলে রাজিয়া বেগম দাবী করেন।

 

ঘটনার সময় গৃহবধূর স্বামী বাড়ীতে না থাকার সুবাদে ঘটনার সূত্রপাত হয়। পরে খবর পেয়ে আশপাশের লোকজন এসে রাজিয়া বেগমকে উদ্ধার করে কার স্বামীকে খবর দিলে রাজিয়া বেগমের স্বামী কাইছার হামিদ ঘটনাস্থলে পৌঁছে এলাকাবাসীর সহযোগিতায় স্ত্রী রাজিয়াকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এসে ভর্তি করে । পরে বিষয়টি নিয়ে চকরিয়া থানায় একটি অভিযোগ দায়ের রাজিয়ার স্বামী কায়সার। কিন্তু ঘটনার ৩মাস চললেও নির্যাতিত এ গৃহবধূ এখনো কোন ধরনের প্রতিকার পাননি। তার স্বামী জানান, থানার এসআই মিজানের কাছে অভিযোগটি তদন্তাধীন রেখে সরেজমিন তদন্ত করে সত্যতাও পেয়েছেন। ভুক্তভোগীরা দাবী করেন, নির্যাতিত পরিবার থেকে তদন্ত কর্মকর্তা খরচপাতিও নিয়েছেন বেশ কয়েকবার।

 

তারপরও ঘটনার মিমাংসা করে দেবে মর্মে একাধিকবার থানার বারান্দায় ঘুরিয়ে শেষমেষ ক্ষতিগ্রস্থ গৃহবধুর স্বামীকে পরামর্শ দিচ্ছেন আদালতে আরো একটি মামলা করার। এ সুযোগে প্রতিপক্ষ ও অভিযোগের বিবাদীরা বেপরোয়া হয়ে উঠে প্রতিনিয়ত তারা হুমকি ধমকি দিয়ে যাচ্ছে। এমনকি গৃহবধূর পরিবারকে এলাকা ছাড়া করারও পায়তারা করছে বিবাদীরা। বর্তমানে বসতবাড়িতে নির্যতিত গৃহবধূর ৩ সন্তান ও স্বামীকে নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভোগছেন। তিনি প্রশাসনের কাছে নিজের নিরাপত্তাসহ দোষীদের বিরুদ্ধে শাস্তি দাবী করেছেন । ঘটনার বিষয়ে অভিযোগের তদন্তকারী কর্মকর্তার সাথে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তার বক্তব্য নেয়া হয়ে উঠে নি। অন্যদিকে বিবাদীরা এ নিয়ে সাংবাদিকদের সাথে আলাপ করতে নারাজ । এদিকে ভুক্তভোগী গৃহবধু ও তার স্বামী উপায়ন্ত না দেখে অবশেষে চকরিয়া-পেকুয়ার মাননীয় সাংসদ জাফর আলমের কাছে বিষয়টি অবগত করলে, তিনি খুটাখালী ইউনিয়ন আওয়ামীলীগ নেতা বাহাদুর আলমকে ২পক্ষের উপস্থিতিতে সুষ্ঠ সমাধানের নির্দেশ প্রদান করেন।

আরও খবর

Sponsered content

Powered by