চট্টগ্রাম

চকরিয়ায় আদালতের ১৪৪ ধারা অমান্য করে সন্ত্রাসী কায়দায় মার্কেট নির্মানের অভিযোগ

  প্রতিনিধি ১৯ জানুয়ারি ২০২১ , ১:৪২:৫৮ প্রিন্ট সংস্করণ

বি এম হাবিব উল্লাহ, জেলা প্রতিনিধিঃ

 

কক্সবাজারের চকরিয়া উপজেলার উপকুলীয় উপনিবেশ সমিতির আওতাধীন এলাকা বদরখালী বাজারে আদালতের ১৪৪ ধারা তোয়াক্কা না করে কতিপয় সন্ত্রাসী ও ভুমিদস্যুুরা অন্যের খতিয়ানভুক্ত জমির উপর স্থিত দোকানঘর ভেঙ্গে জোর করে মার্কেট নির্মানের গুরতর অভিযোগ পাওয়া গেছে। ঘঁনাটি ঘটেছে ১৮ জানুয়ারী বদরখালী সমিতি অফিসের সস্মুখ ভাগে একটি বিরুধীয় জমিতে। এ সময় অপ্রিতিকর ঘঁনা এড়াতে পুলিশ ঘঁনাস্থল পরিদর্শন না করলেও নির্মান কাজে নিয়োজিত লোকজন ও সন্ত্রাসীরা পুলিশ আসার খবর পেয়ে একদফা পালিয়েও যায় বলে বাজারের ব্যাবসায়ীরা জানান। সম্প্রতি বিরুধীয় ওই জমি ও দোকানের মালিক আলী মোহাম্মদ কাজল কক্সবাজার অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে বিবাদীদের বিরুদ্ধে প্রতিকার চেয়ে একটি এমআর মামলা ৮৬/২০২১ নং দায়ের করে। তিনি বলেন, অনেক দিন ধরেই তার প্রতিবেশি ও চাচা এবং তার ছেলেরা তার পৈত্রিক ভোগ দখলিয় উপরোক্ত দোকান জবর দখলের পায়তারা করছে। মামলার বাদী আলী মোহাম্মদ কাজল বদরখালী ইউনিয়নের ভেরুয়াখালী পাড়ার বাসিন্দা মৃত আব্দুল মান্নানের পুত্র। অভিযোগে জানা যায়, তাদের পৈত্রিক ও দখলিয় জমির উপর স্থিত দোকানঘর এর টিন ও দেয়াল ভেঙ্গে তার চাচা ও ছেলেরা জোর করে মার্কেট নির্মান করার পায়তারা করে আসছিল। এ নিয়ে আইনী হস্তক্ষেপ চেয়ে তিনি মামলাটি করলে, আদালত ১৪৪ নিষেধাজ্ঞা জারী করে বিবাদীদের বিরুদ্ধে। তারপরেও মামলার বিবাদী তার চাচা হাজী সোলতান আহমদ এর পুত্র মৌলানা আবু আহমদ, তার ছেলে মো. ফয়সাল ফারুক ও ইরফান খালেক সাইফুল্লাহ ১৮ জানুয়ারী বিকেলে মার্কেট নির্মানে কাজ করার এক দফা ব্যার্থ চেষ্টা চালায়। পরে পুলিশ উপস্থিতির গুজবে কাজ থেকে সাময়িক বিরত থাকে তারা। কিন্তু, এদিন রাতের আঁধারে ১০/১৫ জন সন্ত্রাসী ও লাটিয়াল ও কাজের লোক নিয়ে বিরুধিয় জমিতে জোর পুর্বক ভোক্তভোগির দোকানঘর ভেঙ্গে মার্কেট নির্মানের কাজ করে তার চাচা ও ছেলোরা। বাদী কাজল জানান, মামলায় ১৪৪ ধারা জারীর খবর পেয়ে ক্ষেপে গিয়েই প্রতিপক্ষ চাচা ও ছেলেরা এদিন লাটিসোটা ও দা কিরিচ নিয়ে পাহারা বসিয়ে দ্রুত মার্কেট নির্মানের কাজ চালিয়ে যাচ্ছে। জানা যায়, গতকাল রাতে বাদী পক্ষ পুলিশকে খবর দিলেও আদালতের নিষেধাজ্ঞার ডকুমেন্ট হস্তমওজুদ কেের বদরখালী পুলিশ ফাঁড়ীর আইসি এসআই মোশারফ ঘঁনাস্থলে যাননি। তিনি বিবাদীদের পক্ষ নিচ্ছেন বলে অভিযোগ উঠছে। এলাকাবাসী জানান, যে কোন মুহুর্তে দি-পক্ষিয় সংঘর্ষ সহ আইন সৃংখলার অবনতি হতে পারে ওই এলাকায়। এদিকে বাদীকে প্রান নাশের হুমকিও দেয়া হচ্ছে বলে জানান বাদীর পরিবারের লোকজন। সুত্র জানায়, বিবাদীদের মেয়ে জামাই একজন পুলিশের ওসি হওয়ার সুযোগকে কাজে লাগিয়ে স্থানীয় পুলিশ ও সন্ত্রাসীদের ব্যাবহার করে তারা অন্যের জমি ও দোকান জবর দখল করার সাহস যুগিয়েছে। এ ব্যাপারে ভোক্তভোগিরা প্রশাসনের ন্যায়সঙ্গত হস্তক্ষেপ কামনা করেছেন।

 

আরও খবর

Sponsered content

Powered by