খেলাধুলা

পিএসজির হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জেতার স্বপ্ন দেখি : মেসি

  প্রতিনিধি ১১ আগস্ট ২০২১ , ৪:৫৪:২৬ প্রিন্ট সংস্করণ

নিজে সেই ২০১৫ সালে চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিলেন। এই শিরোপা জেতার ইচ্ছেটা অনেকদিন ধরেই বলে চলেছিলেন লিওনেল মেসি। আর মেসির এই দীর্ঘদিনের ইচ্ছে চ্যাম্পিয়ন্স লিগ পিএসজি জেতেনি কখনোই। মেসি যখন প্যারিসে এলেন, দুই পক্ষের ইচ্ছেটা মিলে গেল এক বিন্দুতে। মেসি আবারও জানালেন, আরও অর্জনের খাতায় যোগ করতে চান আরও একটা চ্যাম্পিয়ন্স লিগ।
সংবাদ সম্মেলনে বললেন, ‘প্রথম দিন থেকেই তারা প্রতিজ্ঞাবদ্ধ ছিল। যাই হোক, পরিস্থিতিটা সহজ ছিল না। তাদের কাজের জন্য ধন্যবাদ এবং স্বাগত জানাই। ক্লাবের মতো আমার এখনও উচ্চাকাঙ্ক্ষা আছে। সবকিছু জেতার জন্য আমরা সম্পূর্ণ প্রস্তুত। এটি আমার লক্ষ্য: ক্রমাগত বৃদ্ধি, জয় এবং শিরোপা।’
এরপরই চলে এল চ্যাম্পিয়ন্স লিগ প্রসঙ্গ। আসতেই হতো। নিজে তিন মৌসুম আগে ন্যু ক্যাম্পে ঘোষণা দিয়েছিলেন চ্যাম্পিয়ন্স লিগের। শেষমেশ সেটা আর সম্ভব হয়নি সেমিফাইনালে লিভারপুলের কাছে হেরে। এরপরের দুই বছর পিএসজিও চলে গিয়েছিল খুব কাছাকাছি। ২০২০ সালে ফাইনাল, পরের বছর সেমিফাইনাল। কিন্তু শিরোপা জেতা হয়নি আর। সেই শিরোপা জিততে যে পিএসজি যে সম্ভাব্য সব কিছুই করতে প্রস্তুত তা বলাই বাহুল্য।
এখন মেসি চলে এসেছেন পিএসজিতে। দুজনের ইচ্ছেই মিলে যাচ্ছে এক বিন্দুতে। তাই চ্যাম্পিয়ন্স লিগের প্রশ্ন চলে আসাটা খুবই স্বাভাবিক। সে প্রশ্নের উত্তরে মেসি বললেন, ‘প্রিয় শিরোপা? আমি মনে করি আমি একটি সফল দলে এসেছি, এই মৌসুমে যারা দলে যোগ দিয়েছে, তাদের ছাড়াই। এই দলকে আমি সাহায্য করতে পারি, আমার সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করব। আমার উচ্চাকাঙ্ক্ষা আছে। আমার স্বপ্ন হল আবারও চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জেতা।’

Powered by