প্রতিনিধি ১৩ মার্চ ২০২৫ , ৫:২২:২০ প্রিন্ট সংস্করণ
চট্টগ্রাম নগরীর পতেঙ্গায় রিয়াদ (১৮) নামের এক তরুণের ফাঁসিতে ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার (১২ মার্চ) দিবাগত রাত ৩টার দিকে নগরীর পতেঙ্গা থানাধীন নাজির পাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে। রিয়াদ নাজিরপাড়া বদি মাস্টারে বাড়ির ওসমানের পুত্র।
স্থানীয়রা জানায়, বিভিন্ন বিষয় নিয়ে রিয়াদের বাবা তাকে বকাঝকা করায় ঘরের সামনে ফাঁসিতে ঝুলে সে আত্মহত্যা করে। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক রিয়াদকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে পতেঙ্গা থানার ওসি শফিক জানান, খবর পেয়ে চট্টগ্রাম মেডিকেলে আমাদের টিম পাঠানো হয়েছে। মরদেহের গলায় ফাঁসের চিহ্ন দেখা যাচ্ছে। তবে এটি হত্যা নাকি আত্মহত্যা ময়নাতদন্ত রিপোর্ট পেলে জানা যাবে।