চট্টগ্রাম

চট্টগ্রাম চেম্বার প্রশাসকের মেয়াদ বাড়ছে আরও তিনমাস

  প্রতিনিধি ২ অক্টোবর ২০২৪ , ৬:৪৮:২৮ প্রিন্ট সংস্করণ

চট্টগ্রাম চেম্বার প্রশাসকের মেয়াদ বাড়ছে আরও তিনমাস

চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) আনোয়ার পাশার দ্য চিটাগং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রশাসক পদের মেয়াদ আরও ৩মাস বাড়ানো হয়েছে। শুরুতে তাঁকে ১২০ দিন সময় দেওয়া হয়েছিল।

এ নিয়ে চিটাগং চেম্বারের নির্বাচন ও দায়িত্ব হস্তান্তরে তাঁকে ২১০ দিন অর্থাৎ সাত মাস সময় দেওয়া হলো। মঙ্গলবার (১ অক্টোবর) বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব ( বাণিজ্য সংগঠন অনুবিভাগ) অমিত দেব নাথ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানা যায়।

আদেশে বলা হয়, চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ প্রশাসকের মেয়াদ বাণিজ্য সংগঠন আইন, ২০২২ এর ১৭ ধারা মোতাবেক ৯০ দিন বাড়িয়ে আগামী বছরের ৭ জানুয়ারী পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

উল্লেখ্য, ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর শতবর্ষী এ সংগঠনকে পরিবারতন্ত্রমুক্ত করার দাবির প্রেক্ষিতে
৯ সেপ্টেম্বর অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) আনোয়ার পাশাকে ১২০ দিনের জন্য প্রশাসক নিয়োগ করে আদেশ দেন বাণিজ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক (বাণিজ্য সংগঠন অণুবিভাগ) ড. নাজনীন কাওসার চৌধুরী। আদেশটিতে আগামী ১২০ দিনের মধ্যে চেম্বারের সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন ও দায়িত্ব হস্তান্তর করে মন্ত্রণালয়কে অবহিত করতে বলা হয়েছে।

আরও খবর

Sponsered content