রাজশাহী

ধুনটে রেশমা হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন

  প্রতিনিধি ২৯ সেপ্টেম্বর ২০২১ , ৭:৪৬:৫৭ প্রিন্ট সংস্করণ

ধুনট (বগুড়া) প্রতিনিধি :

বগুড়ার ধুনট উপজেলায় ইউপি সদস্য ও মানববাধিকার কর্মী রেশমা আক্তারকে নৃশংস হত্যার প্রতিবাদে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের উদ্যোগে হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বুধবার ধুনট বাজার বাসস্ট্যান্ড এলাকায় উক্ত মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধন কর্মসূচিতে সভাপতির বক্তব্য রাখেন বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন ধুনট উপজেলা কমিটির সাধারণ সম্পাদক চপল মাহমুদ।

অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন ধুনট উপজেলা কমিটির সহ-সভাপতি আব্দুর রাজ্জাক, রাজা আহম্মেদ, গোলাম রব্বানী, আব্দুস সামাদ, যুগ্ম সম্পাদক জহুরুল ইসলাম, আল আমিন, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক, আইন বিষয়ক সম্পাদক আব্দুল মান্নান, দপ্তর সম্পাদক হাসান আলী, মুনজুরুল ইসলাম, প্রচার সম্পাদক আরিফুল ইসলাম, যুগ্ম সালিশ সম্পাদক শহিদুল ইসলাম, তদন্ত বিষয়ক সম্পাদক জহুরুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদক রাশেদা, মিডিয়া সম্পাদক শাহ আলম, ক্রিড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোখলেছুর রহমান, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের ইউনিয়ন কমিটির নেতা বেলাল হোসেন প্রমুখ। উল্লেখ্য, নিখোঁজের ৫ দিনপর গত ২২ সেপ্টেম্বর উপজেলার মথুরাপুর ইউনিয়নের কুড়িগাঁতি এলাকায় ধানখেত থেকে নিতহ রেশমা আক্তারের লাশ উদ্ধার হয়। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে।

আরও খবর

Sponsered content

Powered by