চট্টগ্রাম

চন্দনাইশে বোরো ধানের সমলয় চাষাবাদের ব্লক প্রদর্শনীর উদ্বোধন

  প্রতিনিধি ১৬ জানুয়ারি ২০২৫ , ৪:০৭:৫৩ প্রিন্ট সংস্করণ

চন্দনাইশে বোরো ধানের সমলয় চাষাবাদের ব্লক প্রদর্শনীর উদ্বোধন

চট্টগ্রামের চন্দনাইশে বোরো ধানের সমলয় চাষাবাদের ব্লক প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকালে উপজেলার হাশিমপুর ইউনিয়নের গাছবাড়ীয়া এলাকায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২৪-২৫ অর্থবছরে রবি মৌসুমে বোরো ধানের এ প্রদর্শনীর উদ্বোধন করা হয়।

চন্দনাইশ উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. আজাদ হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও দোহাজারী পৌরসভার প্রশাসক ডিপ্লোমেসি চাকমা। বিশেষ অতিথি ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি প্রকৌশলী আমজাদ হোসেন।

উপসহকারী কৃষি কর্মকর্তা রূপায়ণ চৌধুরীর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার ইশতিয়াক আহমেদ আরিফ।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসের সকল কর্মকর্তা-কর্মচারী ও উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কৃষক/কৃষাণীবৃন্দ।

উপজেলা কৃষি অফিসার মো. আজাদ হোসেন জানান, চন্দনাইশে আধুনিক কৃষির চ্যালেঞ্জ ও পরিচিতি হিসেবে গাছবাড়িয়া ব্লকের ৬০ জন কৃষকের সমন্বয়ে ৫০ একর জমিতে সমলয় চাষাবাদ শুরু করা হয়েছে। আধুনিক কৃষির পরিচিতি হিসেবে এখানে ট্রেতে চারা তৈরি করা হয়েছে। রাইস ট্রান্সপ্লান্টার এর মাধ্যমে চারা রোপণ উদ্বোধন করা হয়েছে। সমন্বিতভাবে পরিচর্যা ও পরিশেষে কম্বাইন হারভেস্টারের মাধ্যমে ধান কর্তন করা হবে। এতে টাকা এবং সময় বহুগুণ সাশ্রয় হবে।

আরও খবর

Sponsered content