আন্তর্জাতিক

গাজায় জাতিসংঘের ২৯ কর্মী নিহত

  প্রতিনিধি ২৩ অক্টোবর ২০২৩ , ৬:০৬:২২ প্রিন্ট সংস্করণ

গাজায় জাতিসংঘের ২৯ কর্মী নিহত

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের অনবরত বিমান হামরায় জাতিসংঘের ২৯ কর্মী নিহত হয়েছেন বলে জানিয়েছে সংস্থাটি। ফিলিস্তিনি শরণার্থীদের নিয়ে কাজ করা জাতিসংঘের সংস্থা ইউএনআরডব্লিউএ জানায়, ‘আমরা শোকাহত।’

গত ৭ অক্টোবর শনিবার ইসরায়েল ভূখণ্ডে হামলা চালায় মুক্তিকামী ফিলিস্তিনিদের সশস্ত্র সংগঠন হামাস। হামাসের হামলার জবাবে পাল্টা রকেট ও বোমা হামলা করে ইসরায়েলের বাহিনী। গাজা উপত্যকার নাগরিকরা আতঙ্কে ঘর ছাড়তে শুরু করেন। এরই মধ্যে গাজা উপত্যকায় বিদ্যুৎসহ খাদ্য, পানি ও জ্বালানি সরবরাহও বন্ধ করে দিয়েছে ইসরায়েল। দুই পক্ষের পাল্টাপাল্টি হামলায় প্রাণ হারিয়েছে পাঁচ হাজারেরও বেশি মানুষ। যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে ইউএনআরডব্লিউএ জানায়, ‘এটা নিশ্চিত যে ৭ অক্টোবরের পর থেকে গাজায় আমাদের ২৯ সহকর্মী নিহত হয়েছেন। তাদের পরিবারের সঙ্গে আমরাও শোকাহত।

গাজায় বিমান হামলায় নিহত ৪ হাজার ৬৫১ ফিলিস্তিনির মধ্যে ১৮৭৩ জনই শিশু। এ ছাড়া প্রাণ হারিয়েছেন ১ হাজার ২৩ জন নারী।

আরও খবর

Sponsered content

Powered by