চট্টগ্রাম

চন্দনাইশে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বেকারিকে জরিমানা

  প্রতিনিধি ৭ ফেব্রুয়ারি ২০২৪ , ৮:১৬:৫৭ প্রিন্ট সংস্করণ

চন্দনাইশে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বেকারিকে জরিমানা

চট্টগ্রামের চন্দনাইশে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্যপণ্য তৈরি এবং মেয়াদ ও উৎপাদনের তারিখবিহীনভাবে মোড়কজাতের মাধ্যমে বিক্রির অভিযোগে একটি বেকারিকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (৭ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে চারটা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডস্থ মধ্যম হাছনদন্ডী এলাকার ডলফিন বেকারিতে অভিযান পরিচালনা করে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা এই জরিমানা আদায় করেন। অভিযান শেষে প্রতিষ্ঠানটি তালাবদ্ধ করে দেওয়া হয়।

এ বিষয়ে মুঠোফোনে যোগাযোগ করা হলে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা বলেন, “দীর্ঘদিন ধরে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে, মেয়াদ ও উৎপাদনের তারিখবিহীনভাবে উৎপাদিত খাদ্য সামগ্রী মোড়কজাতের মাধ্যমে বাজারজাত করে আসছিলো ডলফিন বেকারি নামক প্রতিষ্ঠানটি।

তাই উক্ত প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার উয়ারূপ গ্রামের আবু তাহেরের ছেলে মো. কবির (৩৮) কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫৩ ধারায় পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পরে প্রতিষ্ঠানটি তালাবদ্ধ করে দেওয়া হয়।

আরও খবর

Sponsered content