দেশজুড়ে

ঠাকুরগাঁওয়ে সেনাবাহিনীর পক্ষ থেকে ত্রাণ বিতরণ

  প্রতিনিধি ৭ মে ২০২০ , ৭:০১:৪৪ প্রিন্ট সংস্করণ

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে সেনাবাহিনীর পক্ষ থেকে ঠাকুরগাঁও সদর, বালিয়াডাঙ্গী ও পীরগঞ্জ উপজেলায় কর্মহীনদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। বৃহস্পতিবার সদর উপজেলা, বালিয়াডাঙ্গী ও পীরগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। 
২২২ পদাধিক বিগ্রেডের ৪ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক লে. কর্নেল বখতিয়ার উদ্দীনের প্রত্যক্ষ নির্দেশনায় সদর উপজেলার বিভিন্ন স্থানে, বালিয়াডাঙ্গী, পীরগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামে কর্মহীনদের বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ সামগ্রী বিতরণ করেন ৪ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ক্যাপ্টেন কাওসার। 
উল্লেখ্য, এর আগেও সেনাবাহিনীর পক্ষ থেকে ঠাকুরগাঁও সদর সহ বিভিন্ন উপজেলায় জনসাধারণের সামাজিক ও শারীরিক দূরত্ব নিশ্চিত করতে মাইকিং, বিভিন্ন রাস্তায় জীবানুনাশক স্প্রে করা হয়। সদর উপজেলার বিভিন্ন স্থানে এবং পৌর শহরের বিভিন্ন স্থানে প্রকৃত অসহায় ও দুস্থদের মাঝে ত্রাণ সামগ্রীও বিতরণ করে সেনাবাহিনী। 
 

আরও খবর

Sponsered content

Powered by