দেশজুড়ে

চাটখিলে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ

  প্রতিনিধি ১৪ ডিসেম্বর ২০২৩ , ৫:৩৬:৪১ প্রিন্ট সংস্করণ

চাটখিলে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ

চাটখিল উপজেলার পরকোট ইউনিয়নের দারুল আরকান নূরানী ও দাখিল মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে মল্লিক ফাউন্ডেশনের আয়োজনে বৃহস্পতিবার ১৪ ডিসেম্বর) দুপুরে কম্বল বিতরণ করা হয়েছে।

এউপলক্ষে মাদ্রাসার সভাপতি খোরশেদ আলমের সভাপতিত্বে এক আলোচনা সভা মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মল্লিক ফাউন্ডেশনের চেয়ারম্যান সাইফুল ইসলাম সাইফ মল্লিক। বিশেষ অতিথি ছিলেন মার্বেল বিল্ডার্স এন্ড কনসালটেশনের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শেখ ফরিদ, বিজয় গ্রুপের চেয়ারম্যান তানভীর আহমেদ।

সভায় বক্তব্য রাখেন চাটখিল প্রেস ক্লাব সভাপতি সিনিয়র সাংবাদিক মোঃ হাবিবুর রহমান, দারুন আরকান নূরানী ও দাখিল মাদ্রাসার সাধারন সম্পাদক মোরশেদ আলম মিয়াজী, মাদ্রাসার উপদেষ্টা মাওলানা নুরুল ইসলাম, মাদ্রাসার সুপার মাওলানা মাসুম বিল্লাহ, সাংবাদিক শামছুদ্দীন শামীম প্রমুখ। সভা পরিচালনা করেন মাদ্রাসার শিক্ষক হাছানুজ্জামান জাহেদ। সভা শেষে ১শত ২০জন শিক্ষার্থীর মাঝে অতিথিবৃন্দ কম্বল বিতরণ করেন।

আরও খবর

Sponsered content