চট্টগ্রাম

চান্দগাঁওয়ে খুনের অভিযোগে যুবক গ্রেপ্তার

  প্রতিনিধি ২৭ অক্টোবর ২০২৪ , ৫:১৯:৩৯ প্রিন্ট সংস্করণ

চান্দগাঁওয়ে খুনের অভিযোগে যুবক গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীর চান্দগাঁওয়ে ব্যবসায়ী আফতাব উদ্দীন হত্যাকান্ডের ঘটনায় মো. এমরান (১৯) নামে আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৬ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ৩ টায় নগরীর চান্দগাঁও থানাধীন আদূরপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন বলেন, গত ২১ অক্টোবর বিকালে চান্দগাঁওয়ের আদূরপাড়া এলাকায় কয়েকজন সন্ত্রাসী কালো রঙের নোহা গাড়িতে এসে আফতাব উদ্দীনকে গুলি করে চলে যায়। পরে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহত ব্যবসায়ীর বাবা চান্দগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ ঘটনায় জড়িত মো. এমরান নামে আরও এক আসামিকে শনিবার চান্দগাঁওয়ের অদূরপাড়া এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া আসামি নিহত ব্যবসায়ীর তথ্য দিয়ে আসামিদের সহায়তা করেছিল। এর আগে এ মামলায় আরও দুইজনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন মো. হেলাল (৩৫) ও মো. ইলিয়াছ হোসেন অপু (২৭)।

আরও খবর

Sponsered content