
জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটে বৃহস্পতিবার বিকেল ৫টায় জামায়াতে ইসলামীসহ ১০ দলীয় জোটের ব্যাপক নির্বাচনী প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে। শহরের শহীদ মিনার চত্বর থেকে শুরু হওয়া মিছিলটি প্রধান সড়কজুড়ে শক্তিশালী অবস্থান প্রদর্শন করে পুনরায় শহীদ মিনারেই সংক্ষিপ্ত সমাবেশে সমবেত হয়।
মিছিলে অংশগ্রহণকারীরা দাবি তোলে—একদলীয় কর্তৃত্ববাদ, দমন-পীড়ন এবং প্রশাসনিক পক্ষপাতের বিরুদ্ধে জনগণের ভোটাধিকার রক্ষার লড়াই চালিয়ে যাবে জোটভুক্ত দলগুলো।
সমাবেশে বক্তব্য দেন জয়পুরহাট জেলা জামায়াতের আমির ও জয়পুরহাট–১ আসনের সংসদ সদস্য প্রার্থী ফজলুর রহমান সাঈদ, জেলা জামায়াতের সেক্রেটারি গোলাম কিবরিয়া, এনসিপি জেলা কমিটির আহবায়ক গোলাম কিবরিয়া , এবি পার্টির জেলা সাধারণ সম্পাদক বেলাল হোসেন এবং খেলাফত মজলিসের জেলা সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনসহ জোটের অন্যান্য নেতৃবৃন্দ।
নেতারা অভিযোগ করেন—রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে বিরোধী শক্তিকে দুর্বল করার নীলনকশা চলছে; কিন্তু জনগণের সংগঠিত শক্তি তা ভেস্তে দেবে।
তারা আরও বলেন—ভোট কারচুপি, প্রশাসনিক বাধা ও ভয়ভীতি দেখানোর যেকোনো প্রচেষ্টা কঠোরভাবে প্রতিরোধ করা হবে।
তারা আরো ঘোষণা দেন—এই নির্বাচনে জনগণের রায় ছিনিয়ে নেওয়ার সুযোগ আর কাউকে দেওয়া হবে না