প্রতিনিধি ৮ জানুয়ারি ২০২৫ , ৭:১৮:৫৪ প্রিন্ট সংস্করণ
সমাজ সেবা কাজের স্বীকৃতিরূপ চট্টগ্রাম জেনারেল হাসপাতাল রোগীকল্যাণ সমিতির আজীবন সদস্যপদ লাভ করেছেন চট্টগ্রামের আঞ্চলিক গানের শিল্পী রাত্রী বড়ুয়া মুন।
মঙ্গলবার চট্টগ্রাম জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক এবং রোগীকল্যাণ সমিতির সভাপতি ডা. আবদুল মন্নান রাত্রী বড়ুয়া মুনের হাতে এই সনদপত্র তুলে দেন।
স্বাস্থ্য মন্ত্রণালয় এবং সমাজসেবা অধিদপ্তরের সুপারিশ ক্রমে রোগীকল্যাণ সমিতির কার্যকরী পরিষদের সভায় তাকে প্রতিষ্ঠানটির আজীবন সদস্য পদে তালিকাভুক্ত করে এ সনদপত্র প্রদান করা হয়।