প্রতিনিধি ১৫ ফেব্রুয়ারি ২০২৫ , ৩:৫০:৩৩ প্রিন্ট সংস্করণ
বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচি উপলক্ষে আগামী ২০ ফেব্রুয়ারি লক্ষ্মীপুর জেলা সমাবেশ সফল করতে রায়পুর পৌর বিএনপির ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) রায়পুর পৌর শহরের দলের অস্থায়ী কার্যালয়ে পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে এক প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়।
রায়পুর পৌর বিএনপির আহ্বায়ক এবিএম জিলানীর সভাপতিত্বে এবং পৌর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম আলমাস এর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল জাহের মিয়াজী, যুগ্ম আহ্বায়ক আনিসুল হক,ডাঃনুর ই আলম মুকুল মিয়াজি,ইকবাল হোসেন পাটোয়ারী, জাফর মাস্টার, বাহার উদ্দিন বাহার মেম্বার প্রমুখ।
পৌর বিএনপির আহবায়ক ও সাবেক পৌর মেয়র এবিএম জিলানী বলেন, বহু বছর পর আমাদের জাতীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে জেলা বিএনপির সমাবেশ হচ্ছে। এই সমাবেশ জেলা বিএনপির নেতা কর্মীদের আরও উজ্জীবিত করে তুলবে। তাই এই সমাবেশ সফল করতে সম্ভব সব প্রস্তুতি গ্রহণ করতে হবে।
পৌর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম আলমাস বলেন, জেলা বিএনপির এই সমাবেশ আগামী দিনের নির্বাচনের আগাম প্রস্তুতি। বিএনপি আগামীতে কী করবে তা এই সমাবেশের মাধ্যমে ঠিক হয়ে যাবে। তাই এই সমাবেশ সফল করতে হবে।
সভায় পৌরসভার নয়টি ওয়ার্ডের বিএনপি সহ সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের জেলা সমাবেশকে সফল করার লক্ষে সবাইকে জোর প্রচারনা চালানোর সিদ্ধান্ত গৃহীত হয়।