ঢাকা

শ্রীপুরে ম্যানহোলের বর্জ্য অপসারণেও চাঁদাদাবির অভিযোগ

  প্রতিনিধি ১৩ জুলাই ২০২০ , ৭:১৫:১৫ প্রিন্ট সংস্করণ

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুর উপজেলার মুলাইদ গ্রামে ম্যানহোলের বর্জ্য অপসারণে চাঁবাদাবির অভিযোগ উঠেছে। এঘটনায় বর্জ্য অপসারণে দায়িত্বে থাকা ঠিকাদার থানায় অভিযোগ দায়ের করেছেন। এঘটনায় টেপিরবাড়ী গ্রামের মো. আতাব উদ্দিন টেডনের ছেলে মো. খাদেমুল টেডন, মৃত সাহাব উদ্দিন টেডনের ছেলে মো. আজিজুল টেডন, মো. তাইজুদ্দিন টেডনের ছেলে মো. রাসেল টেডন, মৃত আ: হেকিম ছেলে মো. তাইজুদ্দিন টেডন, মো. শাজাহান টেডন, আতাব উদ্দিন টেডন ও শহিদুল্লাহ্ টেডনের নাম উল্লেখ করে শ্রীপুর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

স্থানীয়রা জানান, মুলাইদ গ্রামে অর্ধেক বছর জুড়েই জলাবদ্ধতা লেগে থাকতো। জলাবদ্ধতায় সবারই ঘরে থাকতো পানি। এই পানির উপর চলতো পরিবারের সকল কাজ কর্ম। শিশুদের লেখাপড়া, রান্নাবান্নাসহ সাংসারিক যাবতীয় কাজই চলতো এ পানির উপর। কয়েক বছর পূর্বে সরকার সড়কের নিচ দিয়ে প্রায় তিন কিলোমিটার দীর্ঘ একটি ম্যানহোল নির্মাণ করে লবনদহ খালে পানি নিষ্কাশনের ব্যবস্থা করেন। ম্যালহোল দিয়ে স্থাণীয় আটটি শিল্প প্রতিষ্ঠানসহ ওই এলাকার হাজারো পরিবার পানিবন্দি থেকে মুক্তি পায়। সম্প্রতি ওই ম্যালহোলের বিভিন্ন স্থানে ময়লা আবর্জনা আটকে পানি নিষ্কাশন বন্ধ হয়ে ওই এলাকায় আবারো জলাবদ্ধতা দেখা দেয়। এতে প্রায় কয়েক হাজার পরিবারসহ কয়েকটি শিল্প প্রতিষ্ঠানে জলাবদ্ধতা সৃষ্ট হয়। জলাবদ্ধতা নিরসনে ৮টি শিল্প কারখানা কর্তৃপক্ষ একত্রিত হয়ে ওই ম্যালহোলের আবর্জনা সরাতে আলাউদ্দিন এন্ড ব্রাদার্স কোং নামের একটি ঠিকাদারী প্রতিষ্ঠানকে দায়িত্ব্ দেন।

আলাউদ্দিন এন্ড ব্রাদার্স কোং এর স্বত্ত¡াধিকারী আলা উদ্দিন জানান, গত বুধবার সকালে এ.এস.এম ক্যামিকেল লিমিটেডের উত্তর পার্শ্বে ম্যানহোলে কাজ করতে থাকার সময় স্থানীয় খাদেমুল টেডন, আজিজুল টেডন, তাইজুদ্দিন টেডন কাজে বাধা দেন এবং ১লাখ ৫০হাজার টাকা দাবি করেন। তাদের অব্যাহত হুমকি মুখে গত বুধবার রাতে খাদেমুল টেডনকে ৩০হাজার টাকা চাঁদা দেন। রোববার সকালে ম্যানহোল পরিষ্কার শুরুর পরপরই পুনরায় তারা এসে কাজে বাধা দিয়ে দেড় লাখ টাকা দাবি করে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন জানান, অভিযোগটি তদন্ত করে দেখা হচ্ছে। যদি চাঁদাবাজির ঘটনা ঘটে থাকলে অবশ্যই অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আরও খবর

Sponsered content

Powered by