চট্টগ্রাম

সি প্লাস টিভির যন্ত্রপাতি জব্দ ও অফিস সীলগালা

  প্রতিনিধি ২৫ জুন ২০২৩ , ৮:৫৯:২১ প্রিন্ট সংস্করণ

চট্টগ্রাম ব্যুরো :

চট্টগ্রামের ভাষায় পরিচালিত জনপ্রিয় ইউটিউব চ্যানেলে সি-প্লাসে অভিযান চালিয়ে যন্ত্রপাতি জব্দ ও সীলগালা করে প্রতিষ্ঠানটি বন্ধ করে দিয়েছে প্রশাসন। রবিবার (২৫জুন) নগরীর ওয়াসা মোড়ের একটি ভবনে অভিযান চালিয়ে অফিসটি সীলগালা করে দেয়া হয়। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট এহসান মুরাদ ও হিমাদ্রি খীসা।

অভিযানে সি-প্লাস টিভির ক্যামারসহ সব ইলেকট্রনিক ডিভাইস জব্দ করেছে ম্যাজিষ্ট্রেট এবং আরও যারা বিনানুমতিতে এ ধরণের চ্যানেল পরিচালনা করছেন তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে প্রশাসন নিশ্চিত করেছে। অভিযানে পুলিশের একটি টিম অভিযানে সহযোগিতা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা-২০১৭ (সংশোধিত ২০২০) লঙ্ঘন করে নিবন্ধিত/অনিবন্ধিত আইপি টিভি ও ইউটিউব চ্যানেল সংবাদ সম্প্রচার করছে যা নীতিমালা পরিপন্থী। অবৈধভাবে আইপি টিভিতে সংবাদ পরিবেশনকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের অংশ হিসেবে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। ভবিষ্যতেও এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

আরও খবর

Sponsered content

Powered by