আন্তর্জাতিক

‘ফিলিস্তিনিদের ওপর সন্ত্রাস লেলিয়ে দিয়েছে ইসরাইল’

  প্রতিনিধি ৮ মে ২০২১ , ৬:৩৬:১৬ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্ক:

ইসরাইলের সমালোচনা করে তুরস্ক বলছে, দেশটি নিরীহ ফিলিস্তিনিদের ওপর সন্ত্রাস লেলিয়ে দিয়েছে। নামাজরত মুসল্লিদের ওপর হামলা স্পষ্ট সন্ত্রাসী কর্মকাণ্ড।

শুক্রবার (০৭ মে) আল-আকসা মসজিদে ফিলিস্তিনিদের বিক্ষোভে ইসরাইলি পুলিশের রাবার বুলেট ও স্টান গ্রেনেড হামলার পর তুরস্ক এমন মন্তব্য করেছে।-খবর রয়টার্সের

ইসলামের তৃতীয় পবিত্রতম স্থান ও পূর্ব জেরুজালেমে বিক্ষোভে ইসরাইলি হামলায় ২০৫ জন আহত হয়েছেন।

বিক্ষোভ শুরু হওয়ার পর থেকেই তুর্কিশ কর্মকর্তারা ইসরাইলের সমালোচনায় সরব হন। ইসরাইলি নিপীড়নের বিরুদ্ধে তারা অন্যান্য দেশকেও নিন্দা জানাতে আহ্বান জানিয়েছেন।

তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে ইসরাইলকে উসকানিমূলক ও বৈরী কার্যক্রম বন্ধের আহ্বান জানানো হয়েছে। এছাড়া ইসরাইলকে যৌক্তিকভাবে কাজ করতে বলেছে তুরস্ক।

তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের মুখপাত্র ইব্রাহিম কালিন বলেন, ইসরাইল ও যারা এই ঘৃণ্য হামলার মুখে নীরব রয়েছেন, তাদের জন্য লজ্জা।

তিনি বলেন, এই বর্ণবাদী রাষ্ট্রের দখলদারিত্ব ও আগ্রাসনের নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াতে আমরা সবাইকে আহ্বান জানাচ্ছি।

তুরস্কের যোগাযোগবিষয়ক পরিচালক ফাহরিত্তিন আলতুন বলেন,  ইসরাইল মানবাধিকার লঙ্ঘন করেছে। তাদেরকে এর খেসারত দিতে হবে।

রাষ্ট্রীয় টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, নামাজরত মুসল্লিদের ওপর হামলা পরিষ্কারভাবে সন্ত্রাস। ফিলিস্তিনিদের ওপর এই হামলাকে আমরা পরিষ্কার মানবাধিকার লঙ্ঘন হিসেবে দেখছি।

আরও খবর

Sponsered content

Powered by