প্রতিনিধি ৪ মার্চ ২০২৫ , ৩:০৪:২৪ প্রিন্ট সংস্করণ
আজও কয়েন ভাগ্য পাশে পেলেন না ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। চ্যাম্পিয়ন্স ট্রফির হাই-ভোল্টেজ সেমিফাইনালে টস জিতে শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন অস্ট্রেলিয়া কাপ্তান স্টিভ স্মিথ। দুবাইয়ে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৩টায়।
২০২৩ ওয়ানডে বিশ্বকাপের ফাইনালের পর থেকে ওয়ানডেতে টানা টস হারছে ভারত। চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্বের শেষ ম্যাচের পর আজও টস হারলেন রোহিত। আজকের ম্যাচসহ টানা ১৪ ওয়ানডেতে টস জিততে পারল না ভারত। এর মধ্যে রোহিত শর্মাই ১১ বার টস হেরেছেন। তাতে বিব্রতকর রেকর্ডও গড়েছেন। টানা টস হারায় যৌথভাবে দুইয়ে আছেন রোহিত।
টানা তিন জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে পা রেখেছে ভারত। রোহিত শর্মাদের সামনে চ্যাম্পিয়ন্স ট্রফির হ্যাটট্রিক ফাইনালের হাতছানি। দারুণ ছন্দে থাকা ম্যান ইন ব্লুদের আত্মবিশ্বাসেরও ঘাটতি নেই। অবশ্য সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হারের স্মৃতি এখনও ফিকে হয়ে যায়নি ভারতীয় শিবিরে। প্যাট কামিন্স, জস হ্যাজলউডদের মতো তারকারা না থাকায় এবারের আসরে অস্ট্রেলিয়ার বোলিং বিভাগ কিছুটা দুর্বল হলেও ব্যাটিং যথেষ্ট শক্তিশালী।
অপরিবর্তিত একাদশ নিয়েই নামছে ভারত। বিশেষজ্ঞ চার স্পিনার নিয়ে দল সাজিয়েছে রোহিত শর্মার দল। অন্যদিকে, দুই পরিবর্তন রয়েছে অস্ট্রেলিয়া দলে। চোটের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গিয়েছেন ওপেনার ম্যাথিউ শর্ট। তার পরিবর্তে দলে নেওয়া হয়েছে কুপার কনলিকে। এ ছাড়া পেসার স্পেন্সার জনসনকে বসিয়ে তানভীর সাঙ্গাকে একাদশে নিয়েছে অজিরা। কনলি ব্যাটিংয়ের পাশাপাশি বাঁহাতি স্পিন করেন, তানভীর স্পেশালিষ্ট লেগ স্পিনার।
ভারতের একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, অক্ষর প্যাটেল, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, মোহাম্মদ শামি, কুলদীপ যাদব ও বরুণ চক্রবর্তী।
অস্ট্রেলিয়া একাদশ: জস ইংলিস, কুপার কনলি, ট্রেভিস হেড, স্টিভেন স্মিথ (অধিনায়ক), মারনাশ লাবুশানে, গ্লেন ম্যাক্সওয়েল, আলেক্স ক্যারি, অ্যাডাম জাম্পা, ন্যাথান এলিস, তানভীর সাঙ্গা, বেন ডারশুইস।